উত্তরা (ঢাকা) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গী থেকে একটি অটোরিকশাকে ঠেলে উত্তরায় নিয়ে গেছে ঢাকাগামী একটি ট্রেন। এ ঘটনায় ওই অটোরিকশার চালক মো. মোতালেব (৪৫) গুরুতর আহত হয়েছেন।
টঙ্গী পূর্ব থানাধীন বউ বাজার রেলগেট এলাকা থেকে শনিবার (১৮ জুন) রাত পৌনে ১১টার দিকে উত্তরার আব্দুল্লাহপুরের কোটবাড়ি রেলগেটে নিয়ে আসে ট্রেনটি।
পরে কোটবাড়ি এলাকার পথচারীরা গুরুতর আহত ওই চালককে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে উত্তরা পূর্ব থানা পুলিশের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত ওই অটোরিকশা চালক জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নয়াপাড়া এলাকার মৃত জনাব আলীর ছেলে। বর্তমানে তিনি টঙ্গী আরিচপুর বউবাজার এলাকার রফিক ভূঁইয়ার বাড়িতে ভাড়া থাকেন।
কোটবাড়ি এলাকার পথচারীরা আজকের পত্রিকাকে জানান, ঢাকাগামী একটি ট্রেন টঙ্গী থেকে অটোরিকশাটিকে ঠেলে নিয়ে এসে কোটবাড়ি এলাকায় ফেলে যায়। পরে অটোটির কাছে গিয়ে দেখা যায়, চালক গুরুতর আহত অবস্থায় চিৎকার করছেন। তাঁকে সবাই ধরাধরি করে হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘টঙ্গীর আরিচপুর বউ বাজার রেলগেট গিয়ে অটোরিকশাটি ক্রসিং করছিল। এমন সময় ঢাকাগামী একটি ট্রেন সেটিকে ধাক্কায় দেয়। পরে ট্রেন অটোরিকশাটি ঠেলতে ঠেলতে আব্দুল্লাহপুর রেলগেট পর্যন্ত নিয়ে আসে। এখানে এসে রেল লাইন থেকে ছিটকে পড়ে যায় অটোরিকশাটি।’
এসআই বলেন, ‘এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় অটোরিকশা চালক মোতালেবকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় চালকের স্বজনদের সঙ্গে কথা বলে তাঁদের হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তখন তাঁকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।’
এসআই সেলিম মিয়া আরও বলেন, ‘বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি দক্ষিণখানের কোটবাড়ি রেলগেট চেকপোস্টে পুলিশ হেফাজতে রয়েছে।’
গাজীপুরের টঙ্গী থেকে একটি অটোরিকশাকে ঠেলে উত্তরায় নিয়ে গেছে ঢাকাগামী একটি ট্রেন। এ ঘটনায় ওই অটোরিকশার চালক মো. মোতালেব (৪৫) গুরুতর আহত হয়েছেন।
টঙ্গী পূর্ব থানাধীন বউ বাজার রেলগেট এলাকা থেকে শনিবার (১৮ জুন) রাত পৌনে ১১টার দিকে উত্তরার আব্দুল্লাহপুরের কোটবাড়ি রেলগেটে নিয়ে আসে ট্রেনটি।
পরে কোটবাড়ি এলাকার পথচারীরা গুরুতর আহত ওই চালককে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে উত্তরা পূর্ব থানা পুলিশের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত ওই অটোরিকশা চালক জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নয়াপাড়া এলাকার মৃত জনাব আলীর ছেলে। বর্তমানে তিনি টঙ্গী আরিচপুর বউবাজার এলাকার রফিক ভূঁইয়ার বাড়িতে ভাড়া থাকেন।
কোটবাড়ি এলাকার পথচারীরা আজকের পত্রিকাকে জানান, ঢাকাগামী একটি ট্রেন টঙ্গী থেকে অটোরিকশাটিকে ঠেলে নিয়ে এসে কোটবাড়ি এলাকায় ফেলে যায়। পরে অটোটির কাছে গিয়ে দেখা যায়, চালক গুরুতর আহত অবস্থায় চিৎকার করছেন। তাঁকে সবাই ধরাধরি করে হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘টঙ্গীর আরিচপুর বউ বাজার রেলগেট গিয়ে অটোরিকশাটি ক্রসিং করছিল। এমন সময় ঢাকাগামী একটি ট্রেন সেটিকে ধাক্কায় দেয়। পরে ট্রেন অটোরিকশাটি ঠেলতে ঠেলতে আব্দুল্লাহপুর রেলগেট পর্যন্ত নিয়ে আসে। এখানে এসে রেল লাইন থেকে ছিটকে পড়ে যায় অটোরিকশাটি।’
এসআই বলেন, ‘এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় অটোরিকশা চালক মোতালেবকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় চালকের স্বজনদের সঙ্গে কথা বলে তাঁদের হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তখন তাঁকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।’
এসআই সেলিম মিয়া আরও বলেন, ‘বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি দক্ষিণখানের কোটবাড়ি রেলগেট চেকপোস্টে পুলিশ হেফাজতে রয়েছে।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এতে সহসভাপতি (ভিপি) পদে ১০ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জনসহ ২৫টি পদে মোট ১৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
১ মিনিট আগেগণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করে বলেন, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতর্কিতভাবে আমাদের মিছিলে হামলা চালিয়েছে। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হচ্ছে। এ বিষয়ে সংগঠনের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে পেছন থেকে জাপা ও লীগের সন্ত্রাসীরা হামলা
১৪ মিনিট আগেমুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষের ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে। রোববার আদালতে জামিন হলে ভালো। না হলে দু-তিন দিন পর সিদ্ধান্ত নেব—এমন মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম।
২৪ মিনিট আগেবৈষম্য ও বঞ্চনা থেকে মুক্তি পেতেই শিক্ষার্থীরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। তারা ট্যাগ ও বিভাজনমুক্ত দেশ দেখতে চেয়েছিল। আগামীতে যাঁরাই সংসদে যাবেন, জুলাই যোদ্ধাদের স্মৃতি রক্ষা করতে হবে। জুলাই যোদ্ধারা যেভাবে চাইবে, আগামীতে সেভাবে দেশ গঠন করতে হবে। দেশে বেকার যুবক ও তরুণদের চাকরির ব্যবস্থা করতে হবে
২৮ মিনিট আগে