Ajker Patrika

কোড উইজার্ড: প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে দক্ষতা বৃদ্ধির কর্মসূচি

কোড উইজার্ড: প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে দক্ষতা বৃদ্ধির কর্মসূচি

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি প্রোগ্রামিং ক্লাব ‘কোড উইজার্ড’ নামে সম্প্রতি একটি আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং কমপিটিশনের আয়োজন করেছে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অফিস অব দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ক্যারিয়ার সার্ভিসের সরাসরি তত্ত্বাবধানে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

আয়োজনের প্রধান লক্ষ্য ছিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ও ইইই ডিপার্টমেন্টের সবচেয়ে মেধাবী ছাত্র–ছাত্রীদের বের করে আনা। প্রতিযোগিতায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ইইই বিভাগের ২০টি টিম অংশ নেয়। 

এই কমপিটিশনের মধ্য দিয়ে মূলত কোডিং এ আগ্রহী প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ছাত্র–ছাত্রীদের দক্ষতার প্রতিফলন ঘটে। 

এই প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে যেখানে তাঁরা প্রোগ্রামিং স্কিল, লজিক্যাল রিজনিং এবং অ্যালগরিদম ভিত্তিক চিন্তার দক্ষতা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার সুযোগ পেয়েছেন। 

আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা ‘কোড উইজার্ডে’ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকেরা বিচারক হিসেবে ভূমিকা পালন করেছেন। 

‘কোড উইজার্ড’ কমপিটিশন আয়োজনে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের লেকচারার এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটি প্রোগ্রামিং ক্লাবের মডারেটর সামিরা আক্তারের অনন্য ভূমিকা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত