নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিচারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি সাইফুল ইসলামসহ তিন আইনজীবীকে ভর্ৎসনা করেছেন হাইকোর্ট।
নির্দেশনা অনুসারে আজ মঙ্গলবার তিন আইনজীবী হাজির হলে শুনানির সময় বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ তাঁদের ভর্ৎসনা করেন। বাকি দুজন হলেন—খুলনা বারের সদস্য শেখ নাজমুল হোসেন ও শেখ আশরাফ আলী পাপ্পু।
শুনানির সময় তিন আইনজীবীর পক্ষে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি মো. মমতাজ উদ্দিন ফকিরসহ একাধিক আইনজীবী। এ সময় জ্যেষ্ঠ আইনজীবীদের উদ্দেশে আদালত বলেন, ‘যারা আদালত অবমাননা করে, বিচারকের সঙ্গে খারাপ আচরণ করে, আপনারা তাদের পক্ষ নিয়ে আসবেন না। আপনারা পক্ষে দাঁড়ালে ভুল মেসেজ যায়।’
আইনজীবীরা বলেন, এবারের মতো ক্ষমা করে দেন। আমরা দায়িত্ব নিয়ে বলছি, আর কখনো এমন হবে না। আদালত বলেন, ‘তারা ভুল করেনি, অপরাধ করেছে।’
শুনানির সময় হাইকোর্ট বেঞ্চ জ্যেষ্ঠ আইনজীবীদের উদ্দেশ করে বলেন, ‘কোনো সভ্য লোক কি বিচারকের সঙ্গে এ ধরনের আচরণ করতে পারে। তিনি কি বার সভাপতি হয়ে আদালতে দাপট দেখাচ্ছেন। আপনারা তাদের পক্ষে এলে আমরা বিব্রত হই। বার কাউন্সিল কি চরের লোকদের সনদ দিয়ে আইনজীবী বানাচ্ছে। মানুষ কতটা নিচু হলে বিচারকের সঙ্গে এ ধরনের ভাষা ব্যবহার করতে পারে!’
এ সময় খুলনা বার সভাপতি বলেন, ‘আমার ভুল হয়ে গেছে, নিঃশর্ত ক্ষমা চাচ্ছি। আমাকে ক্ষমা করে দেন।’ এ সময় হাইকোর্ট বেঞ্চ বলেন, ‘আইনজীবীরা যদি আদালতের সঙ্গে এ রকম আচরণ করেন তাহলে আদালত, বার কিছুই থাকবে না।’
এ সময় আদালত খুলনা বারের আরেক আইনজীবী শেখ আশরাফ আলী পাপ্পুকে ডায়াসের সামনে ডাকেন আদালত। জানতে চান তিনি আগে কী করতেন। জবাবে ব্যবসা করার কথা জানান তিনি। এ সময় আদালত বলেন, ‘আপনার আচরণ আইনজীবীর মতো না। আপনাদের মতো ব্যবসায়ীরা এসে আইন পেশাকে নষ্ট করে দিচ্ছে।’
পরে এই বিষয়ে আদেশের জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করা হয় বলে জানান আইনজীবী সাঈদ আহমেদ রাজা।
এর আগে বিচারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় গত ১ নভেম্বর ওই তিন আইনজীবীকে তলব করেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়।
বিচারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি সাইফুল ইসলামসহ তিন আইনজীবীকে ভর্ৎসনা করেছেন হাইকোর্ট।
নির্দেশনা অনুসারে আজ মঙ্গলবার তিন আইনজীবী হাজির হলে শুনানির সময় বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ তাঁদের ভর্ৎসনা করেন। বাকি দুজন হলেন—খুলনা বারের সদস্য শেখ নাজমুল হোসেন ও শেখ আশরাফ আলী পাপ্পু।
শুনানির সময় তিন আইনজীবীর পক্ষে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি মো. মমতাজ উদ্দিন ফকিরসহ একাধিক আইনজীবী। এ সময় জ্যেষ্ঠ আইনজীবীদের উদ্দেশে আদালত বলেন, ‘যারা আদালত অবমাননা করে, বিচারকের সঙ্গে খারাপ আচরণ করে, আপনারা তাদের পক্ষ নিয়ে আসবেন না। আপনারা পক্ষে দাঁড়ালে ভুল মেসেজ যায়।’
আইনজীবীরা বলেন, এবারের মতো ক্ষমা করে দেন। আমরা দায়িত্ব নিয়ে বলছি, আর কখনো এমন হবে না। আদালত বলেন, ‘তারা ভুল করেনি, অপরাধ করেছে।’
শুনানির সময় হাইকোর্ট বেঞ্চ জ্যেষ্ঠ আইনজীবীদের উদ্দেশ করে বলেন, ‘কোনো সভ্য লোক কি বিচারকের সঙ্গে এ ধরনের আচরণ করতে পারে। তিনি কি বার সভাপতি হয়ে আদালতে দাপট দেখাচ্ছেন। আপনারা তাদের পক্ষে এলে আমরা বিব্রত হই। বার কাউন্সিল কি চরের লোকদের সনদ দিয়ে আইনজীবী বানাচ্ছে। মানুষ কতটা নিচু হলে বিচারকের সঙ্গে এ ধরনের ভাষা ব্যবহার করতে পারে!’
এ সময় খুলনা বার সভাপতি বলেন, ‘আমার ভুল হয়ে গেছে, নিঃশর্ত ক্ষমা চাচ্ছি। আমাকে ক্ষমা করে দেন।’ এ সময় হাইকোর্ট বেঞ্চ বলেন, ‘আইনজীবীরা যদি আদালতের সঙ্গে এ রকম আচরণ করেন তাহলে আদালত, বার কিছুই থাকবে না।’
এ সময় আদালত খুলনা বারের আরেক আইনজীবী শেখ আশরাফ আলী পাপ্পুকে ডায়াসের সামনে ডাকেন আদালত। জানতে চান তিনি আগে কী করতেন। জবাবে ব্যবসা করার কথা জানান তিনি। এ সময় আদালত বলেন, ‘আপনার আচরণ আইনজীবীর মতো না। আপনাদের মতো ব্যবসায়ীরা এসে আইন পেশাকে নষ্ট করে দিচ্ছে।’
পরে এই বিষয়ে আদেশের জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করা হয় বলে জানান আইনজীবী সাঈদ আহমেদ রাজা।
এর আগে বিচারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় গত ১ নভেম্বর ওই তিন আইনজীবীকে তলব করেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়।
ময়মনসিংহের তারাকান্দা এন ইসলামিয়া একাডেমি কলেজের আয়া (পরিচারিকা) হোসনে আরাকে একই কলেজে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়ে এলাকাজুড়ে সমালোচনা হলে ৬ মাস ধরে কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছেন হোসনে আরা। এ ছাড়া গত ৫ আগস্টের পর হোসনে আরাসহ আরও ২২টি পদে নিয়োগ দিয়ে অধ্যক্ষ নজরুল ইসলাম কয়েক কোটি টাকার বাণিজ্য
২ ঘণ্টা আগেযান চলাচলের জন্য খুলে দেওয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের ১৮ কিলোমিটার অংশ। গতকাল রোববার সকালে এই সড়ক আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়। সরকারের সংশ্লিষ্ট সূত্র বলছে, এর ফলে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সংযোগস্থল গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস থেকে মদনপুর সড়ক যোগাযোগ সহজ হবে।
২ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে একটি মশাল মিছিল হয়েছে। রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিএনএস সেন্টার থেকে এই মশাল মিছিলটি বের হয়। এতে প্রায় ৩০ জন ছাত্র-জনতা উপস্থিত ছিল।
২ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ী থানায় করা একটি হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি-পুলিশ। আজ রোববার বরিশাল থেকে সিআইডির একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
৪ ঘণ্টা আগে