Ajker Patrika

দেশি-বিদেশি ৫৭১ প্রতিযোগী নিয়ে শ্রীপুরে ম্যারাথন দৌড়

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১৩: ৪৭
দেশি-বিদেশি ৫৭১ প্রতিযোগী নিয়ে শ্রীপুরে ম্যারাথন দৌড়

গাজীপুরের শ্রীপুরে মহান বিজয় দিবস উপলক্ষে স্পেশাল রেসপন্স টিমের (এসআরটি) আয়োজনে চীন-জাপান-ভারতের ৯ জনসহ ৫৭১ জন প্রতিযোগী ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছেন। আজ শুক্রবার সকালে শ্রীপুর পৌরসভার মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তিন ক্যাটাগরিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এসআরটির সমন্বয়কারী মো. জোবায়ের হোসেন বলেন, ‘২১ কিলোমিটার ম্যারাথনে অংশ নেন ১৭১ জন প্রতিযোগী, ১০ কিলোমিটার ম্যারাথনে অংশ নেন ২০০ জন প্রতিযোগী ও ৫ কিলোমিটার ম্যারাথনে ২০০ জন বিভিন্ন বয়সী নারী-পুরুষ প্রতিযোগী অংশ নেন। এ সময় ১১০ জন স্বেচ্ছাসেবী সার্বিকভাবে সহযোগিতা করেন।’ 

ম্যারাথন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসআরটির প্রধান সমন্বয়কারী মো. তুহিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। 

এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. তরিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের অধ্যক্ষ মো. নুরুন্নবী আকন্দ, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন অর রশিদ ফরিদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত