Ajker Patrika

বাবুল চিশতীর স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) নিরীক্ষা (অডিট) কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীর স্ত্রী রোজী চিশতীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ পরোয়ানা জারি করেন।

জানা গেছে, আজ মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। বাবুল চিশতীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তবে জামিনে থাকা রোজী চিশতী অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি। তাঁর পক্ষে আইনজীবী সময় চেয়ে আবেদন করেন। আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে পরোয়ানা জারি করেন। পরে আদালত আগামী ১৫ এপ্রিল প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ধার্য করেন।

২০১৯ সালের ২৩ জানুয়ারি ৩৭ কোটি ৩৮ লাখ ৩ হাজার ২৫৬ টাকা আত্মসাতের অভিযোগে বাবুল চিশতী ও রোজী চিশতীর বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়সাল দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, ফারমার্স ব্যাংকের দায়িত্ব পালনকালে বাবুল চিশতী শত শত কোটি টাকা আত্মসাৎ করেছিলেন বলে দুদকে অভিযোগ রয়েছে। ২০১৮ সালের ১০ এপ্রিল তাঁর বিরুদ্ধে প্রথম মামলা হয়। গত সাত বছরে বাবুল চিশতী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়। এর মধ্যে একটি মামলায় বাবুল ও তাঁর ছেলে রাশেদুল হক চিশতীকে ১২ বছর এবং রোজী চিশতী ও ব্যাংকের ফার্স্ট প্রেসিডেন্ট মাসুদুর রহমানকে পাঁচ বছর করে কারাদণ্ড দেন ঢাকার একটি আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত