Ajker Patrika

বন্ধুর বাসায় ‘অসুস্থ হয়ে’ ঢাবি ছাত্রলীগ নেতার মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১৪: ০৪
বন্ধুর বাসায় ‘অসুস্থ হয়ে’ ঢাবি ছাত্রলীগ নেতার মৃত্যু

রাজধানীর খিলগাঁওয়ে বন্ধুর বাসায় গিয়ে অসুস্থ হয়ে যান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা নাবিল হায়দার (২৬)। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নাবিল ঢাবি ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ছিলেন। আজ শুক্রবার ভোর ৬টার দিকে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে আনা হয়।

নাবিলের বড় ভাই তৌসিফ তনয় বলেন, তাঁদের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা গ্রামে। নাবিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী। থাকতেন সলিমুল্লাহ মুসলিম হলে। দুই দিন যাবৎ শারীরিকভাবে অসুস্থ ছিলেন নাবিল। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি খিলগাঁওয়ে তাঁর এক বন্ধুর বাসায় গিয়েছিলেন। সেখানে ইফতার করেন। রাতে সেখানেই ছিলেন। ভোরে সাহরি খাওয়ার জন্য তাঁর বন্ধু ডাকতে গেলে নাবিলকে অচেতন অবস্থায় দেখতে পান। তখন তনয়কে খবর দিলে তিনি ওই বাসায় গিয়ে নাবিলকে হাসপাতালে নিয়ে আসেন।
তনয় আরও জানান, অসুস্থতার কারণে নাবিলের মৃত্যু হয়েছে বলে তাঁদের ধারণা।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, খিলগাঁওয়ের বাসা থেকে ওই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে স্বজনেরা দাবি করেন। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহটি কোনো ধরনের সনদ ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত