Ajker Patrika

ভায়াডাক্ট দেবে যাওয়ায় আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২: ১৯
ভায়াডাক্ট দেবে যাওয়ায় আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ

ভায়াডাক্ট দেবে যাওয়ার কারণে আজ বুধবার সকাল সাড়ে ৯টার পর আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গেছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ বিষয়টি জানিয়েছেন। 

নাসির উদ্দিন আহমেদ জানান, রাজধানীর ফার্মগেট ও বিজয় সরণির মাঝামাঝি এলাকায় মেট্রোরেলের ভায়াডাক্ট দেবে গিয়ে হঠাৎ বন্ধ হয়ে গেছে মেট্রোরেল চলাচল। ঠিক করতে বেশ সময় লাগবে। কখন স্বাভাবিক চলাচল শুরু হবে বলতে পারছি না।

এদিকে, ডিএমটিসিএল থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, অনিবার্য কারণবশত আজ সকাল ৯টা ৪০ মিনিট থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে। আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল স্বাভাবিক হলে জানানো হবে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। 

মেট্রোরেল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন রাজধানীর মিরপুর ও উত্তরা থেকে কারওয়ান বাজার ও মতিঝিলের অফিসগামী যাত্রীরা। মেট্রোরেল যাত্রীদের ফেসবুক গ্রুপ ‘মেট্রোরেল প্যাসেঞ্জার কমিউনিটিতে’ ভুক্তভোগী আনোয়ার পারভেজ লিখেছেন ৯টা ৯ মিনিটে উত্তরা উত্তর থেকে ছেড়ে আসা ট্রেন আগারগাঁও স্টেশন ছেড়ে যাওয়ার সময় প্ল্যাটফরমেই যান্ত্রিক/সিগন্যাল ত্রুটিতে পড়ে। অতঃপর ডোর এলাইন করে সবাইকে ট্রেন থেকে নেমে যাওয়ার অনুরোধ করা হয়। ঘড়ির কাঁটায় তখন সকাল ৯টা ৩৫ মিনিট।’ 

মতিঝিল থেকে আগারগাঁও অভিমুখে যাচ্ছিলেন মো. আমিরুল ইসলাম। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি লিখেছেন, ‘মতিঝিল থেকে উত্তরা অভিমুখে যাওয়ার মেট্রোরেলটি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে তিন মিনিট দাঁড়িয়ে ছিল। কারওয়ান বাজার স্টেশনে এসে আবার ১০ মিনিট দাঁড়িয়ে থাকল। পরে মাইকে ঘোষণা হলো, মতিঝিল থেকে আগারগাঁও অভিমুখে মেট্রোরেল চলাচল করবে না। যাত্রীদের নেমে যাওয়ার অনুরোধ জানানো হলো।’

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত