Ajker Patrika

শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানাল ছাত্র ইউনিয়ন ও ফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১০: ৫৮
শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানাল ছাত্র ইউনিয়ন ও ফ্রন্ট

শিক্ষামন্ত্রী ড. দীপু মনির উচ্চশিক্ষার ব্যয়ভার শিক্ষার্থীদের বহন করা সংক্রান্ত বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। আজ বৃহস্পতিবার সংগঠন দুটি পৃথক বিবৃতির মাধ্যমে এ প্রতিবাদ জানায়। নেতৃবৃন্দ আরও বলেন, ‘শিক্ষামন্ত্রীর এমন বক্তব্য শিক্ষা খাতে বিনিয়োগে সরকারের ক্রমবর্ধমান অনীহার বহিঃপ্রকাশ।’ 

বুধবার সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেন, ‘উচ্চশিক্ষার ক্ষেত্রে বিনা মূল্যে পড়ার সংস্কৃতি থেকে সরে আসা দরকার। যাঁদের দেওয়ার ক্ষমতা আছে, শিক্ষার ব্যয়ভার বহন করার ক্ষমতা আছে, তাঁরা সেই ব্যয়ভার বহন করেই শিক্ষা গ্রহণ করবেন।’ শিক্ষামন্ত্রীর এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে শিক্ষার বাণিজ্যিক ব্যবহারকে উৎসাহিত করা হয়েছে বলে মনে করছেন সংগঠন দুটির নেতৃবৃন্দ। 

এ বিষয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি (ভারপ্রাপ্ত) নজির আমিন চৌধুরী জয় বলেন, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যে কৌশলপত্র প্রণয়ন করেছে, সেই অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোকে অভ্যন্তরীণ আয় বাড়িয়ে সিংহভাগ ব্যয় সেখান থেকে জোগাড় করার পরামর্শ দেওয়া হয়েছে। সেই তৎপরতার পক্ষে সাফাই শিক্ষামন্ত্রীর এই বক্তব্য। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফি ও ব্যয় নির্বাহ না করতে পেরে অনেক শিক্ষার্থী আত্মহত্যা করছে, ঝড়ে পড়ছে। এই পরিস্থিতিতে যখন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার ব্যয় কমাতে উদ্যোগী হওয়ার কথা, তখন শিক্ষামন্ত্রীর এমন বক্তব্য কাণ্ডজ্ঞানহীন ও দায়িত্বহীনতার পরিচয়।’

নজির আমিন চৌধুরী জয় আরও জানান, শিক্ষামন্ত্রীর এ ধরনের বক্তব্য বাস্তবায়িত হলে প্রকৃতপক্ষে উচ্চ শিক্ষায় প্রান্তিক, নিম্নবিত্ত, মধ্যবিত্ত পরিবারের সন্তানদের পড়াশোনা করার সুযোগ আরও সংকুচিত হয়ে পড়বে। সর্বজনীন গণমুখী বিজ্ঞানভিত্তিক একই ধারার শিক্ষাব্যবস্থার আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল জানিয়ে জয় বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রীর এমন বক্তব্য স্বাধীনতার আকাঙ্ক্ষা সঙ্গে সাংঘর্ষিক তো বটেই, উপরন্তু ৫০ বছরে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার উল্টোযাত্রাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।’ 

শিক্ষামন্ত্রীর এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ বলেন, ‘দেশে বর্তমানে এমনিতেই কোনো “বিনা মূল্যের সংস্কৃতি” চালু নেই। শিক্ষামন্ত্রীর বক্তব্য আসলে “বিনা মূল্যের সংস্কৃতি” রোধ করার উদ্দেশ্যে নয়, বরং শিক্ষার ব্যয় বৃদ্ধি ও বাণিজ্যিকীকরণের রাষ্ট্রীয় অপচেষ্টারই ইঙ্গিত দেয়।’  

‘টাকা যার, শিক্ষা তার’—এই নীতিকে প্রত্যাখ্যান করেই ছাত্র সমাজ দেশকে স্বাধীন করেছে, স্বৈরাচারী শাসক হটিয়েছিল দাবি করে মুক্তা বলেন, শিক্ষা কোনো দয়া-দাক্ষিণ্য নয়, শিক্ষা মানুষের অধিকার। এই অধিকার সব মানুষের জন্য বিনা শর্তে নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত