নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মিরপুরে বাস থেকে নামতে চাওয়াকে কেন্দ্র করে বাসচালকের বিরুদ্ধে যাত্রীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন। এর মধ্যে নারীও রয়েছেন। এ ঘটনায় প্রজাপতি পরিবহনের ওই বাসচালককে আটক করেছে পল্লবী থানা-পুলিশ। ঘটনার পরপরই চালকের সহযোগী পালিয়ে যান।
গতকাল বুধবার রাতে মিরপুর ১০ নম্বরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
পুলিশ বলছে, এ ঘটনায় চালক থানা হেফাজতে রয়েছেন। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মোহাম্মদপুর থেকে ছেড়ে যাওয়া প্রজাপতি পরিবহনের বাসটি মিরপুর ১ নম্বর থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে মিরপুর ১২ নম্বরের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে মিরপুর ১০ নম্বরে পৌঁছালে সেখানে একজন যাত্রী নামেন। এরপর মিরপুর ১১ নম্বর বাসস্ট্যান্ডে আরেকজন যাত্রী নামতে চাইলে বাসের চালক জনি যাত্রীদের অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। এর প্রতিবাদ জানালে যাত্রীদের ওপর চড়াও হন বাসচালক। মারামারির ভয়ে অনেকে বাস থেকে লাফিয়ে পড়ে আহত হন। এর মধ্যে দুই তরুণীও রয়েছেন। ঘটনার পর বাসচালককে আটক করা হলেও হেলপার পালিয়ে যান।
প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন বাসযাত্রী জানান, যাত্রী নামার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাসের চালক যাত্রীদের গালাগাল করেন। এক যাত্রী প্রতিবাদ করলে চালক জনি তাঁর আসন থেকে উঠে ওই যাত্রীর গালে কষে চড় মারেন। বাসের অন্য যাত্রীরা এ ঘটনার প্রতিবাদ করলে জনি বাসের গেট লাগিয়ে যাত্রীদের পেটাতে থাকেন। একপর্যায়ে পুরো বাসে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেক যাত্রী বাসের জানালা দিয়ে লাফিয়ে পড়ে আহত হন।
বাসের গেট আটকে যাত্রীদের পেটানোর বিষয়ে জানতে চাইলে পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, ‘ঘটনার পর বাসটির চালক জনিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছে বলে জেনেছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগ না পেলে আটক চালককে ছেড়ে দেওয়া হবে কি না, জানতে চাইলে পল্লবী থানার ওসি বলেন, ‘আমরা বাস কর্তৃপক্ষকে ডেকেছি, তারা আসবে। আহত কেউ অভিযোগ না দিলে আমরা চালককে কোম্পানির লোকের জিম্মায় দেব।’
রাজধানীর মিরপুরে বাস থেকে নামতে চাওয়াকে কেন্দ্র করে বাসচালকের বিরুদ্ধে যাত্রীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন। এর মধ্যে নারীও রয়েছেন। এ ঘটনায় প্রজাপতি পরিবহনের ওই বাসচালককে আটক করেছে পল্লবী থানা-পুলিশ। ঘটনার পরপরই চালকের সহযোগী পালিয়ে যান।
গতকাল বুধবার রাতে মিরপুর ১০ নম্বরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
পুলিশ বলছে, এ ঘটনায় চালক থানা হেফাজতে রয়েছেন। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মোহাম্মদপুর থেকে ছেড়ে যাওয়া প্রজাপতি পরিবহনের বাসটি মিরপুর ১ নম্বর থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে মিরপুর ১২ নম্বরের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে মিরপুর ১০ নম্বরে পৌঁছালে সেখানে একজন যাত্রী নামেন। এরপর মিরপুর ১১ নম্বর বাসস্ট্যান্ডে আরেকজন যাত্রী নামতে চাইলে বাসের চালক জনি যাত্রীদের অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। এর প্রতিবাদ জানালে যাত্রীদের ওপর চড়াও হন বাসচালক। মারামারির ভয়ে অনেকে বাস থেকে লাফিয়ে পড়ে আহত হন। এর মধ্যে দুই তরুণীও রয়েছেন। ঘটনার পর বাসচালককে আটক করা হলেও হেলপার পালিয়ে যান।
প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন বাসযাত্রী জানান, যাত্রী নামার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাসের চালক যাত্রীদের গালাগাল করেন। এক যাত্রী প্রতিবাদ করলে চালক জনি তাঁর আসন থেকে উঠে ওই যাত্রীর গালে কষে চড় মারেন। বাসের অন্য যাত্রীরা এ ঘটনার প্রতিবাদ করলে জনি বাসের গেট লাগিয়ে যাত্রীদের পেটাতে থাকেন। একপর্যায়ে পুরো বাসে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেক যাত্রী বাসের জানালা দিয়ে লাফিয়ে পড়ে আহত হন।
বাসের গেট আটকে যাত্রীদের পেটানোর বিষয়ে জানতে চাইলে পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, ‘ঘটনার পর বাসটির চালক জনিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছে বলে জেনেছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগ না পেলে আটক চালককে ছেড়ে দেওয়া হবে কি না, জানতে চাইলে পল্লবী থানার ওসি বলেন, ‘আমরা বাস কর্তৃপক্ষকে ডেকেছি, তারা আসবে। আহত কেউ অভিযোগ না দিলে আমরা চালককে কোম্পানির লোকের জিম্মায় দেব।’
গাজীপুরের শ্রীপুরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে গার্ডেনিয়া ওয়ার্স লিমিটেড নামক পোশাক কারখানার শ্রমিকেরা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে বরমী-শ্রীপুর আঞ্চলিক সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে চরম জনভোগান্তির সৃষ্টি হয
৭ মিনিট আগেনরসিংদী সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে এই সংঘর্ষের সময় গুলিতে সাদেক হোসেন (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে দুই পক্ষের আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
১১ মিনিট আগেগাড়ির মালিক তৌহিদ মিয়া জানান, ছিনতাইকারীরা চালককে মারধর করে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার পরপরই চালক দ্রুত ভৈরব থানায় এসে পুলিশকে ঘটনাটি অবগত করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান শুরু করে এবং রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা থেকে তিন ছিনতাইকারীকে পিকআপসহ আটক করে।
২৮ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল এবং সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও নরসিংদী পৌরসভার সাবেক মেয়র লোকমান হোসেনের স্ত্রী তামান্না নুসরাত বুবলীকে গ্রেপ্তার করা হয়েছে।
৩২ মিনিট আগে