Ajker Patrika

ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি, সম্ভবত ভেতরে কেউ আটকা নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১৪: ৩৬
ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি, সম্ভবত ভেতরে কেউ আটকা নেই

রাজধানীর সিদ্দিকবাজারের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানোর পর সম্ভবত ভেতরে কেউ আটকা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।

আজ বুধবার দুপুরে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের সামনে এ কথা বলেন সুরক্ষাসচিব ৷

তিনি বলেন, ‘আমাদের বোম ডিসপোজাল ইউনিট, ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনীসহ অন্য যতগুলো ইউনিট আছে সবাই এখানে কাজ করেছে। পুরো বিষয়টা তদন্ত শেষেই জানা যাবে। কিন্তু আমাদের প্রাথমিক ধারণা, গ্যাস জমে যাওয়া থেকে এখানে বিস্ফোরণ হয়েছে।’

ভেতরে কেউ আটকা আছে কি না জানতে চাইলে আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী বলেন, ‘আমরা যতটুকু জানি ভেতরে কেউ আটকা নেই ৷ ইতিমধ্যে ডগ স্কোয়াড দিয়ে এটা চেক করা হয়েছে। তার পরেও আমরা উদ্ধারকাজ সমাপ্ত করিনি, এখনো পর্যন্ত কাজ চলছে৷’

এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের নিহত হওয়ার সরকারি তথ্য তুলে ধরেন সুরক্ষাসচিব।

ভেতরে কেউ আটকা নেই বললেও বেশ কয়েকজনের সন্ধান চেয়ে ভবনের পাশে অপেক্ষা করছেন স্বজনেরা। নিখোঁজ অন্তত তিনজনের পরিবার ক্ষতিগ্রস্ত ভবনের পাশে অপেক্ষা করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত