উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর দক্ষিণখানে গভীর রাতে দুটি ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানা দুটি সম্পূর্ণ পুড়ে গেলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কারখানার মালিকপক্ষ।
ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে দক্ষিণখানের আজমপুর রেলগেটসংলগ্ন হালিমা সুপার মার্কেটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট রাত সোয়া ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর ভোর সাড়ে ৪টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানাগুলো হলো, ‘আর কে ডোর কমপ্লেক্স অ্যান্ড ফার্নিচার’ ও ‘সুমি এন্টারপ্রাইজ বোর্ড অ্যান্ড কাট’। কারখানাগুলোতে থাকা কাঠের ফার্নিচার, সিএনসি (কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল) মেশিন এবং অন্যান্য সরঞ্জাম পুড়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট বা সিএনসি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
দিয়াবাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন জানান, ‘রাত ১টা ৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আগুন নিয়ন্ত্রণে আনতে সোয়া ২টা পর্যন্ত কাজ করা হয় এবং ভোর সাড়ে ৪টার দিকে পুরোপুরি নেভানো সম্ভব হয়।’
মো. আলম হোসেন আরও জানান, ‘অগ্নিকাণ্ডে কারখানার আনুমানিক ২ কোটি টাকার মালামাল ধ্বংস হয়েছে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলে প্রায় ১০ কোটি টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।’
রাজধানীর দক্ষিণখানে গভীর রাতে দুটি ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানা দুটি সম্পূর্ণ পুড়ে গেলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কারখানার মালিকপক্ষ।
ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে দক্ষিণখানের আজমপুর রেলগেটসংলগ্ন হালিমা সুপার মার্কেটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট রাত সোয়া ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর ভোর সাড়ে ৪টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানাগুলো হলো, ‘আর কে ডোর কমপ্লেক্স অ্যান্ড ফার্নিচার’ ও ‘সুমি এন্টারপ্রাইজ বোর্ড অ্যান্ড কাট’। কারখানাগুলোতে থাকা কাঠের ফার্নিচার, সিএনসি (কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল) মেশিন এবং অন্যান্য সরঞ্জাম পুড়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট বা সিএনসি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
দিয়াবাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন জানান, ‘রাত ১টা ৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আগুন নিয়ন্ত্রণে আনতে সোয়া ২টা পর্যন্ত কাজ করা হয় এবং ভোর সাড়ে ৪টার দিকে পুরোপুরি নেভানো সম্ভব হয়।’
মো. আলম হোসেন আরও জানান, ‘অগ্নিকাণ্ডে কারখানার আনুমানিক ২ কোটি টাকার মালামাল ধ্বংস হয়েছে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলে প্রায় ১০ কোটি টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
১২ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১৪ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
২০ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে