উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর দক্ষিণখানে গভীর রাতে দুটি ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানা দুটি সম্পূর্ণ পুড়ে গেলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কারখানার মালিকপক্ষ।
ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে দক্ষিণখানের আজমপুর রেলগেটসংলগ্ন হালিমা সুপার মার্কেটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট রাত সোয়া ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর ভোর সাড়ে ৪টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানাগুলো হলো, ‘আর কে ডোর কমপ্লেক্স অ্যান্ড ফার্নিচার’ ও ‘সুমি এন্টারপ্রাইজ বোর্ড অ্যান্ড কাট’। কারখানাগুলোতে থাকা কাঠের ফার্নিচার, সিএনসি (কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল) মেশিন এবং অন্যান্য সরঞ্জাম পুড়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট বা সিএনসি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
দিয়াবাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন জানান, ‘রাত ১টা ৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আগুন নিয়ন্ত্রণে আনতে সোয়া ২টা পর্যন্ত কাজ করা হয় এবং ভোর সাড়ে ৪টার দিকে পুরোপুরি নেভানো সম্ভব হয়।’
মো. আলম হোসেন আরও জানান, ‘অগ্নিকাণ্ডে কারখানার আনুমানিক ২ কোটি টাকার মালামাল ধ্বংস হয়েছে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলে প্রায় ১০ কোটি টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।’
রাজধানীর দক্ষিণখানে গভীর রাতে দুটি ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানা দুটি সম্পূর্ণ পুড়ে গেলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কারখানার মালিকপক্ষ।
ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে দক্ষিণখানের আজমপুর রেলগেটসংলগ্ন হালিমা সুপার মার্কেটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট রাত সোয়া ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর ভোর সাড়ে ৪টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানাগুলো হলো, ‘আর কে ডোর কমপ্লেক্স অ্যান্ড ফার্নিচার’ ও ‘সুমি এন্টারপ্রাইজ বোর্ড অ্যান্ড কাট’। কারখানাগুলোতে থাকা কাঠের ফার্নিচার, সিএনসি (কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল) মেশিন এবং অন্যান্য সরঞ্জাম পুড়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট বা সিএনসি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
দিয়াবাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন জানান, ‘রাত ১টা ৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আগুন নিয়ন্ত্রণে আনতে সোয়া ২টা পর্যন্ত কাজ করা হয় এবং ভোর সাড়ে ৪টার দিকে পুরোপুরি নেভানো সম্ভব হয়।’
মো. আলম হোসেন আরও জানান, ‘অগ্নিকাণ্ডে কারখানার আনুমানিক ২ কোটি টাকার মালামাল ধ্বংস হয়েছে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলে প্রায় ১০ কোটি টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।’
মানিকগঞ্জ সদরে জেটি (জাপান টোব্যাকো) ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারখানায় শ্রমিকদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির নেতা আতাউর রহমান আতার অনুসারীদের বিরুদ্ধে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিবহন ও আউটসোর্সিং কর্মী নিয়োগের কাজ না পাওয়ায় স্থানীয় বিএনপির
২৬ মিনিট আগেলন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী সোমবার সিলেট বিমানবন্দর হয়ে ঢাকায় পৌঁছাবেন। এদিন সকালে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর এক ঘণ্টা যাত্রাবিরতির কথা রয়েছে। একই বিমানে তাঁর সঙ্গে পুত্রবধূ সিলেটের বনেদি পরিবারের সন্তান জোবাইদা রহমানও দেশে ফিরছেন।
৩৫ মিনিট আগেচট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশে ছেড়ে যায় প্রথম হজ ফ্লাইটি। বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৭৭ যোগে বিজি ১৩৮ ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব যাবেন। সেখানকার সময় রাত পৌনে ১০টায় বিমানটি পৌঁছানোর কথা রয়ে
১ ঘণ্টা আগেবগুড়ায় বোরো ধান ঘরে তোলা শুরু হয়েছে। কিন্তু একদিকে শ্রমিক-সংকট, অন্যদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া। ফলে ভালো ফলন হওয়ার পরেও কৃষকের কপালে ঘাম ঝরছে। এদিকে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় কৃষি বিভাগ থেকে কৃষকদের দ্রুততম সময়ে ধান কাটার পরামর্শ দিয়েছে। তাই ধান কাটা ও মাড়াইকাজে বেশি দামেই শ্রমিক নিতে বাধ্য হচ্ছেন
১ ঘণ্টা আগে