Ajker Patrika

নিরাপত্তায় হুমকি সৃষ্টি করলে ব্যবস্থা: আইজিপি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০০: ১০
নিরাপত্তায় হুমকি সৃষ্টি করলে ব্যবস্থা: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, রাজনৈতিক কর্মসূচি যারা করার তারা করবে। কিন্তু জনগণের জানমালের নিরাপত্তার জন্য পুলিশ প্রস্তুত আছে। নিরাপত্তা ও সরকারি সম্পদ রক্ষার জন্য যে ব্যবস্থা নেওয়ার দরকার আমরা সে ব্যবস্থা নেব। কেউ যদি নিরাপত্তা ব্যবস্থায় হুমকির সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আমাদের সকল প্রস্তুতি রয়েছে। 

আজ শনিবার রাতে নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশনে শারদীয় দুর্গাপূজা পরিদর্শন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এদিন আরও কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা আশ্বস্ত করতে চাই দুর্গোৎসব ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করেন। আমরা পাশে আছি। এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই।  আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রেখেছি। এসব নিয়ে আত্মতুষ্টিতে ভুগতে চাই না। আমরা যে কোনো ধরনের পরিস্থিতির সম্মুখীন হই না কেন, সকল কিছু বিবেচনা রেখেই আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। 

নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তুলে ধরে পুলিশ প্রধান বলেন, নারায়ণগঞ্জ সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতির চমৎকার নিদর্শন স্থাপন করে। সেই নারায়ণগঞ্জে আমরা এসেছি দুর্গাপূজার কার্যক্রম দেখতে। এখন পর্যন্ত সব জায়গায় সুন্দরভাবে দুর্গাপূজা উদ্‌যাপন করছে। আশা করি আগামী দিনগুলোতেও সুন্দরভাবে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক ও জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত