Ajker Patrika

বিএনপির দুই শতাধিক নেতা-কর্মীর আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির দুই শতাধিক নেতা-কর্মীর আগাম জামিন

পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে জড়ানোর অভিযোগে বিভিন্ন জেলায় দায়ের হওয়া মামলায় বিএনপির দুই শতাধিক নেতা-কর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টে হাজির হয়ে জামিন চাইলে আজ রোববার পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ তাদের ছয় সপ্তাহের জামিন দেন। 

বিএনপি নেতাদের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন জানান, গত ২৭ আগস্ট নোয়াখালীর সোনাইমুড়ীতে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনার ৫ দিন পর দুটি মামলা হয়। এসব মামলায় সোনাইমুড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক ওরফে কামালসহ ১০৫ নেতাকর্মীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। 

এদিকে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, গত ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে গিয়ে কয়েকটি জেলায় সংঘর্ষের ঘটনায় পুলিশ মামলা করে। এসব মামলার মধ্যে সিরাজগঞ্জের ৪৬ জন, চট্টগ্রামের ৪৪ জন এবং নারায়ণগঞ্জের ২২ জনকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত