Ajker Patrika

শাহজালালের সোনা চুরির মামলা ডিবি থেকে পিবিআইতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শাহজালালের সোনা চুরির মামলা ডিবি থেকে পিবিআইতে

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা কাস্টম হাউসের গুদাম থেকে সোনা চুরির মামলাটি এবার তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গতকাল বুধবার পুলিশ সদর দপ্তর এক অফিস আদেশে এ নির্দেশ দিয়েছে। আজ বৃহস্পতিবার পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

সোনা চুরির মামলাটি সর্বশেষ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) উত্তরা বিভাগ তদন্ত করছিল। পুলিশ সদর দপ্তরের আদেশে বলা হয়েছে, বিমানবন্দর থানার মামলা নম্বর ৬, ধারা-৩৮০ পেনাল কোডের তদন্তভার নির্দেশক্রমে পিবিআইতে ন্যস্ত করা হলো। আদেশে মামলার নথি পিবিআইয়ের মনোনীত কর্মকর্তার কাছে হস্তান্তর করার জন্য অনুরোধ করা হলো। 

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা কাস্টম হাউসের গুদাম থেকে ৫৫ কেজি ৫১ গ্রাম সোনার সোনা চুরির ঘটনায় গত ৩ সেপ্টেম্বর ডিএমপির বিমানবন্দর থানায় মামলা করে কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন। থানা-পুলিশ তদন্তকালে গত ৫ সেপ্টেম্বর মামলাটি ডিএমপির ডিবিতে হস্তান্তর করা হয়।

এ মামলায় আটজনকে গ্রেপ্তার করেছে ডিবি। তাঁরা হলেন, ঢাকা কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. শহিদুল ইসলাম (৩২), মো. সাইদুল ইসলাম সাহেদ (৩৩), আকরাম শেখ (৩৬), মো. মাসুম রানা (৩৩) এবং সিপাহি মো. মোজাম্মেল হক (৩৫), নিয়ামত হাওলাদার (২৭), মো. রেজাউল করিম (৩৬), মো. আফজাল হোসেন (২৯)। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাস্টমসের ওই গুদাম থেকেই ৯৪ ভরি সোনা উদ্ধার করে ডিবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত