Ajker Patrika

ঠিক হয়েছে উড়োজাহাজের ত্রুটি, ঢাকা থেকে নতুন ফ্লাইটের জন্য প্রস্তুত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ আগস্ট ২০২২, ১৫: ৪৪
ঠিক হয়েছে উড়োজাহাজের ত্রুটি, ঢাকা থেকে নতুন ফ্লাইটের জন্য প্রস্তুত 

দিল্লিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজটি মেরামত করে আজ রোববার সকালে ঢাকায় আনা হয়েছে। শনিবার (২০ আগস্ট) ঢাকা থেকে দিল্লিতে পৌঁছানোর পরই বিমান বাংলাদেশের বোয়িং ৭৩৭ উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে গতকাল সন্ধ্যা সোয়া ৬টায় সেই উড়োজাহাজে যাত্রী নিয়ে ঢাকায় ফেরার কথা থাকলেও তা সম্ভব হয়নি।

পরে যাত্রীদের দেশে ফেরাতে ঢাকা থেকে আরেকটি উড়োজাহাজ পাঠিয়েছিল বিমান। একই সঙ্গে বিমানের প্রকৌশলী পাঠানো হয়েছিল উড়োজাহাজটি মেরামত করে ফিরিয়ে আনতে। 

আজ রোববার দুপুরে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার আজকের পত্রিকা বলেন, ‘দিল্লিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়া উড়োজাহাজটি মেরামত করে আজ সকালে ঢাকায় আনা হয়েছে। এটা এখন নতুন ফ্লাইটের জন্য প্রস্তুত। আর ১৬২ জন যাত্রীকে অন্য একটি উড়োজাহাজে রাত ২টার দিকে দেশে আনা হয়েছে।’ 

বিমান সূত্র জানিয়েছে, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে পর বিমানের বোয়িং-৭৩৭ উড়োজাহাজের হাইড্রোলিকের পাইপে লিকেজ দেখা যায়। উড়োজাহাজটির ত্রুটির কারণে ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছাড়া যায়নি। 

প্রসঙ্গত, এর আগে ১৮ জুলাই উড়োজাহাজের কারিগরি ত্রুটির কারণে পাঁচ ঘণ্টার বেশি সময় পশ্চিমবঙ্গের কলকাতায় আটকে থাকতে হয়েছিল বিমানের যাত্রীদের। উড়োজাহাজটির ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দেওয়ায় ফ্লাইটটি সেদিন নির্ধারিত সময়ে ছাড়েনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত