Ajker Patrika

উত্তরায় সড়ক দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যু, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 
উত্তরায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা
উত্তরায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মঞ্জুয়ারা বেগম নামে এক শিক্ষকের মৃত্যুতে রাজধানীর উত্তরায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

আজ শুক্রবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার বিএনএস সেন্টার এলাকায় বেলা আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরায় নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মঞ্জুয়ারা বেগম মারা যান। টঙ্গীর কলেজ গেট এলাকায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে।

এর প্রতিবাদে আজ বিক্ষোভে নামেন কয়েক শ শিক্ষার্থী ও কয়েকজন শিক্ষক-শিক্ষিকা। শিক্ষার্থীরা স্লোগানে বলেন, ‘দেশ গড়ব কী করে, গর্জে উঠুক আরেকবার’, ‘ট্রাফিক পুলিশ কী করে, বাসের চাপায় শিক্ষক মরে’, ‘উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’।

শিক্ষার্থীদের হাতে ‘ফুটওভারব্রিজ ছাড়া রাস্তা পারাপার বন্ধ করতে হবে’, ‘লাইসেন্সহীন যান চলাচল বন্ধ করতে হবে’, ‘পথ যেন হয় শান্তির’, ‘নির্দিষ্ট জায়গা ছাড়া যাত্রী ওঠানামা, যত্রতত্র বাস থামানো বন্ধ করতে হবে, সড়ক বিভাগকে ব্যবস্থা নিতে হবে’সহ নানা প্ল্যাকার্ড ছিল।

শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে এবং পুলিশের আশ্বাসে ঘণ্টাদেড়েক পর সড়ক ছেড়ে যান বিক্ষোভকারীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত