Ajker Patrika

‘গেস্টরুম’-এ ছাত্রলীগের নির্যাতনে বধির শিক্ষার্থী, প্রাণভয়ে ছাড়লেন হল

ঢাবি প্রতিনিধি
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৪৮
‘গেস্টরুম’-এ ছাত্রলীগের নির্যাতনে বধির শিক্ষার্থী, প্রাণভয়ে ছাড়লেন হল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলে ফের ছাত্রলীগের ‘গেস্টরুম’ নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিক্ষার্থী নির্যাতনের কারণে কয়েক ঘণ্টা কানে শুনতে পাননি বলে অভিযোগ ওই শিক্ষার্থীর। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নির্যাতনের শিকার শিক্ষার্থী হল প্রভোস্ট বরাবর একটি লিখিত অভিযোগপত্র প্রদান করেন।

হল প্রভোস্ট অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। 

অভিযোগপত্র মতে, নির্যাতিত মোল্লা তৈমুর রহমান শান্তি ও সংঘর্ষ বিভাগের ২০২০-২১ সেশনের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী। হল মাঠে অন্য একজন সিনিয়রের সঙ্গে কথা বলার দায়ে গত মঙ্গলবার গেস্টরুমে তাঁকে চড় মারা হয়। 

জানা যায় , অভিযুক্ত রোকনুজ্জামান রোকন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং এফ আর হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনেম শাহরিয়ার মুনের অনুসারী। মুনেম শাহরিয়ার মুন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের রাজনীতি করেন। 

তৈমুরের ‌অভিযোগ, তাঁকে খুব জোরে চড় মারা হয় বলে পরবর্তী কয়েক ঘণ্টা তিনি কানে শুনতে পাননি, পাশাপাশি তীব্র মাথাব্যথায় ভোগেন। নির্যাতনের পর অভিযুক্ত রোকন হুমকি দিলে প্রাণভয়ে তৈমুর তাঁর ভাইয়ের বাসায় আশ্রয় নেন।

তৈমুর বলেন, শারীরিক জটিলতা পুরোপুরি কাটেনি। আজ রাত ৮টায় হল প্রভোস্ট বিষয়টি নিয়ে মিটিং ডেকেছেন। 

এ ব্যাপারে জানতে চাওয়া হলে এফ আর হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনেম শাহরিয়ার মুন বলেন, ‘অভিযোগকারী হল প্রশাসন বরাবর লিখিত অভিযোগপত্র প্রদান করেছেন এবং সে অনুযায়ী তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে আমরা প্রভোস্ট স্যারকে পূর্ণ সহযোগিতা করব। পাশাপাশি আমরাও অভিযুক্ত ও অভিযোগকারীর সঙ্গে বসে বিষয়টি খতিয়ে দেখে সে অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেব।’

এ বিষয়ে জানতে চাওয়া হলে হল প্রভোস্ট অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান বলেন, ‘আজকেই আমার কাছে অভিযোগপত্রটি এসেছে। বিষয়টি খতিয়ে দেখতে হলের আবাসিক শিক্ষক ড. ফারুক শাহ ও ড. মুমিত আল রশিদকে নিয়ে দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট দুইি দিনের মধ্যে প্রদান করা হবে। আমরা রিপোর্ট অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেব।’

প্রভোস্ট আরও জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তিনি হল ছাত্রলীগের সাধারণ সম্পাদককে অবহিত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিক্ষোভ থেকে সহিংসতায় উত্তাল ভাঙ্গা, মসজিদে আশ্রয় নিয়েছেন পুলিশ সদস্যরা

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

উত্তাল ভাঙ্গা: থানাসহ চারটি সরকারি দপ্তরে হামলা-ভাঙচুর, পুলিশসহ আহত অনেকে

সন্তানের গলা কেটে লাশ বাবার হাতে তুলে দিলেন মা

ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত