ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলে ফের ছাত্রলীগের ‘গেস্টরুম’ নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিক্ষার্থী নির্যাতনের কারণে কয়েক ঘণ্টা কানে শুনতে পাননি বলে অভিযোগ ওই শিক্ষার্থীর। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নির্যাতনের শিকার শিক্ষার্থী হল প্রভোস্ট বরাবর একটি লিখিত অভিযোগপত্র প্রদান করেন।
হল প্রভোস্ট অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
অভিযোগপত্র মতে, নির্যাতিত মোল্লা তৈমুর রহমান শান্তি ও সংঘর্ষ বিভাগের ২০২০-২১ সেশনের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী। হল মাঠে অন্য একজন সিনিয়রের সঙ্গে কথা বলার দায়ে গত মঙ্গলবার গেস্টরুমে তাঁকে চড় মারা হয়।
জানা যায় , অভিযুক্ত রোকনুজ্জামান রোকন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং এফ আর হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনেম শাহরিয়ার মুনের অনুসারী। মুনেম শাহরিয়ার মুন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের রাজনীতি করেন।
তৈমুরের অভিযোগ, তাঁকে খুব জোরে চড় মারা হয় বলে পরবর্তী কয়েক ঘণ্টা তিনি কানে শুনতে পাননি, পাশাপাশি তীব্র মাথাব্যথায় ভোগেন। নির্যাতনের পর অভিযুক্ত রোকন হুমকি দিলে প্রাণভয়ে তৈমুর তাঁর ভাইয়ের বাসায় আশ্রয় নেন।
তৈমুর বলেন, শারীরিক জটিলতা পুরোপুরি কাটেনি। আজ রাত ৮টায় হল প্রভোস্ট বিষয়টি নিয়ে মিটিং ডেকেছেন।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে এফ আর হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনেম শাহরিয়ার মুন বলেন, ‘অভিযোগকারী হল প্রশাসন বরাবর লিখিত অভিযোগপত্র প্রদান করেছেন এবং সে অনুযায়ী তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে আমরা প্রভোস্ট স্যারকে পূর্ণ সহযোগিতা করব। পাশাপাশি আমরাও অভিযুক্ত ও অভিযোগকারীর সঙ্গে বসে বিষয়টি খতিয়ে দেখে সে অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেব।’
এ বিষয়ে জানতে চাওয়া হলে হল প্রভোস্ট অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান বলেন, ‘আজকেই আমার কাছে অভিযোগপত্রটি এসেছে। বিষয়টি খতিয়ে দেখতে হলের আবাসিক শিক্ষক ড. ফারুক শাহ ও ড. মুমিত আল রশিদকে নিয়ে দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট দুইি দিনের মধ্যে প্রদান করা হবে। আমরা রিপোর্ট অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেব।’
প্রভোস্ট আরও জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তিনি হল ছাত্রলীগের সাধারণ সম্পাদককে অবহিত করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলে ফের ছাত্রলীগের ‘গেস্টরুম’ নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিক্ষার্থী নির্যাতনের কারণে কয়েক ঘণ্টা কানে শুনতে পাননি বলে অভিযোগ ওই শিক্ষার্থীর। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নির্যাতনের শিকার শিক্ষার্থী হল প্রভোস্ট বরাবর একটি লিখিত অভিযোগপত্র প্রদান করেন।
হল প্রভোস্ট অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
অভিযোগপত্র মতে, নির্যাতিত মোল্লা তৈমুর রহমান শান্তি ও সংঘর্ষ বিভাগের ২০২০-২১ সেশনের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী। হল মাঠে অন্য একজন সিনিয়রের সঙ্গে কথা বলার দায়ে গত মঙ্গলবার গেস্টরুমে তাঁকে চড় মারা হয়।
জানা যায় , অভিযুক্ত রোকনুজ্জামান রোকন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং এফ আর হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনেম শাহরিয়ার মুনের অনুসারী। মুনেম শাহরিয়ার মুন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের রাজনীতি করেন।
তৈমুরের অভিযোগ, তাঁকে খুব জোরে চড় মারা হয় বলে পরবর্তী কয়েক ঘণ্টা তিনি কানে শুনতে পাননি, পাশাপাশি তীব্র মাথাব্যথায় ভোগেন। নির্যাতনের পর অভিযুক্ত রোকন হুমকি দিলে প্রাণভয়ে তৈমুর তাঁর ভাইয়ের বাসায় আশ্রয় নেন।
তৈমুর বলেন, শারীরিক জটিলতা পুরোপুরি কাটেনি। আজ রাত ৮টায় হল প্রভোস্ট বিষয়টি নিয়ে মিটিং ডেকেছেন।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে এফ আর হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনেম শাহরিয়ার মুন বলেন, ‘অভিযোগকারী হল প্রশাসন বরাবর লিখিত অভিযোগপত্র প্রদান করেছেন এবং সে অনুযায়ী তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে আমরা প্রভোস্ট স্যারকে পূর্ণ সহযোগিতা করব। পাশাপাশি আমরাও অভিযুক্ত ও অভিযোগকারীর সঙ্গে বসে বিষয়টি খতিয়ে দেখে সে অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেব।’
এ বিষয়ে জানতে চাওয়া হলে হল প্রভোস্ট অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান বলেন, ‘আজকেই আমার কাছে অভিযোগপত্রটি এসেছে। বিষয়টি খতিয়ে দেখতে হলের আবাসিক শিক্ষক ড. ফারুক শাহ ও ড. মুমিত আল রশিদকে নিয়ে দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট দুইি দিনের মধ্যে প্রদান করা হবে। আমরা রিপোর্ট অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেব।’
প্রভোস্ট আরও জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তিনি হল ছাত্রলীগের সাধারণ সম্পাদককে অবহিত করেন।
নোয়াখালী হাতিয়ায় বঙ্গোপসাগরে জলদস্যুদের ধাওয়ায় ডুবে যাওয়া ট্রলারের কিছু অংশ ধরে ২৪ ঘণ্টা সাগরে ভেসে ছিলেন ১৮ জেলে। পরে অন্য ট্রলারের জেলেদের সহায়তায় বেঁচে ফিরেছেন তাঁরা। আজ সোমবার বিকেলে উপজেলার চরঈশ্বর বাংলাবাজার ঘাটে উদ্ধার হওয়া জেলেদের নিয়ে আসা হয়।
৯ মিনিট আগেহবিগঞ্জে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে একজন নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার বিসিক শিল্পনগরী-সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেশেরপুরে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে দুটি গরুর ঢুকে পড়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় গতকাল রোববার রাত থেকে ফেসবুকে সমালোচনার ঝড় তুলেছেন নেটিজেনরা।
১৭ মিনিট আগেপ্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেলে চড়ে স্বামীর সঙ্গে গন্তব্যে যাচ্ছিলেন নাসিমা। এ সময় অক্সিজেনের পাবলিক স্কুলগেট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে নাসিমা নিচে পড়ে গেলে পেছন থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে উপস্থিত...
২৬ মিনিট আগে