Ajker Patrika

টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ২১: ২৪
টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ

গাজীপুরের টঙ্গীতে ডিশ ও ইন্টারনেট সংযোগের মেশিন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে মহানগর যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনা আজ সোমবার টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী। এর আগে গত শনিবার টঙ্গীর আউচপাড়া মোক্তার বাড়ি এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত মোহাম্মদ আলী গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। 

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকা বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

জানা যায়, শনিবার রাতে ওই এলাকার রূপান্তর ডিশ ও নেট লাইন মেরামতের কাজ করছিলেন ডিশ ব্যবসায়ী রাকিবের কর্মচারী শুভ (২৩) ও পারভেজ (২১)। এ সময় যুবদল নেতা মোহাম্মদ আলীর নেতৃত্বে একদল লোক তাঁদের মারধর করে সঙ্গে থাকা প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের ইন্টারনেট সংযোগে ব্যবহৃত ফাইবার জয়েন্ট মেশিন ও স্প্লিন্টার নিয়ে যান। 

তবে অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘যে ব্যক্তি আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন তাকে আমি চিনি না। তা ছাড়া আমি কোনো ডিশ বা ইন্টারনেট ব্যবসার সঙ্গে জড়িত নই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত