ঢাবি প্রতিনিধি
ডাচ বাংলা ব্যাংকের বিরুদ্ধে প্রতারণার মামলা করার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত একদল শিক্ষার্থী। ডাচ বাংলা ব্যাংকের চলমান শিক্ষাবৃত্তি বন্ধের প্রতিবাদ ও অবিলম্বে বৃত্তি চালু করার দাবিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।
সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা তিনটি দাবি জানান। দাবিগুলো হলো-২০২২ সালের তিন মাসের (জানুয়ারি-মার্চ) আটকে যাওয়া বৃত্তি এক সপ্তাহের মধ্যে নবায়ন করা; ২০২০ সাল থেকে আটকে যাওয়া করোনা পরবর্তী বৃত্তি ১ মাসের ভেতর পরিশোধ করা এবং বৃত্তিপ্রাপ্তীর জন্য আন্ডারগ্র্যাজুয়েট লেভেলে ৩.৫০ জিপিএ–এর শর্ত তুলে নেওয়া।
সংবাদ সম্মেলনে তারা বলেন, ‘আমরা বিভিন্ন ব্যাংকের বৃত্তির জন্য মনোনীত হয়েও ডাচ বাংলা ব্যাংকে বৃত্তির আবেদন করেছি। ডাচ বাংলা ব্যাংকে আবেদন করার কারণে আমরা অন্য কোনো জায়গায় আবেদন করতে পারিনি। আবেদন করলেই আমরা শর্ট লিস্টেড হয়ে গিয়েছি। আমাদের ডিসকুয়ালিফাই করা হয়েছে। এখন মাঝপথে বৃত্তিটা বন্ধ করে দিয়েছে ডাচ বাংলা ব্যাংক। ফলে আমরা অন্যান্য ব্যাংক থেকেও কোনো বৃত্তি নিতে পারছি না। এদিকে ডাচ বাংলার বৃত্তিও বন্ধ। ব্যাংক আমাদের শুরুতে প্রতি মাসে ২৫০০ এবং পরে ৩০০০ করে বৃত্তি দিত। কিন্তু এখন মাঝপথে বৃত্তিটা বন্ধ হয়ে গেলে আমাদের ভোগান্তিতে পড়তে হয়। এছাড়াও ২০১৯ সালে দেওয়া শর্তাবলিতে ৩.৫০ সিজিপিএ রাখার কথা কোথাও উল্লেখ করা হয়নি। কিন্তু তারা এখন এটা সংযুক্ত করেছে। এর কারণেও অনেক মেধাবী শিক্ষার্থী বাদ পড়ে যাবে।’
তারা বলেন, ‘ব্যাংকে যোগাযোগ করা হলে তারা বৃত্তি চালু করার আশ্বাস দেয়। কিন্তু অফিশিয়াল কোনো সিদ্ধান্ত জানায়নি। ২০২২ সালের বৃত্তি তারা জানুয়ারিতে নবায়ন করে চালু করার আশ্বাস দিয়েছে। জানুয়ারিতে গেলে বলা হয় ফেব্রুয়ারিতে চালু করা হবে। খোঁজ নিলে দেখা যাবে আমাদের অনেকেই এই বৃত্তির ওপর নির্ভর করে চলে। জেলা শহরগুলোতে যারা থাকেন তাদের থাকা-খাওয়া এই টাকা দিয়ে হয়ে যায়। কিন্তু ব্যাংক কোনো সিদ্ধান্ত জানাচ্ছে না।’
সংবাদ সম্মেলনে তারা ঘোষণা দেন, দাবি মেনে নেওয়া না হলে বাংলাদেশ ব্যাংকে স্মারকলিপি প্রদান ও ডাচ বাংলা ব্যাংকের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হবে।
ডাচ বাংলা ব্যাংক কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
ডাচ বাংলা ব্যাংকের বিরুদ্ধে প্রতারণার মামলা করার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত একদল শিক্ষার্থী। ডাচ বাংলা ব্যাংকের চলমান শিক্ষাবৃত্তি বন্ধের প্রতিবাদ ও অবিলম্বে বৃত্তি চালু করার দাবিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।
সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা তিনটি দাবি জানান। দাবিগুলো হলো-২০২২ সালের তিন মাসের (জানুয়ারি-মার্চ) আটকে যাওয়া বৃত্তি এক সপ্তাহের মধ্যে নবায়ন করা; ২০২০ সাল থেকে আটকে যাওয়া করোনা পরবর্তী বৃত্তি ১ মাসের ভেতর পরিশোধ করা এবং বৃত্তিপ্রাপ্তীর জন্য আন্ডারগ্র্যাজুয়েট লেভেলে ৩.৫০ জিপিএ–এর শর্ত তুলে নেওয়া।
সংবাদ সম্মেলনে তারা বলেন, ‘আমরা বিভিন্ন ব্যাংকের বৃত্তির জন্য মনোনীত হয়েও ডাচ বাংলা ব্যাংকে বৃত্তির আবেদন করেছি। ডাচ বাংলা ব্যাংকে আবেদন করার কারণে আমরা অন্য কোনো জায়গায় আবেদন করতে পারিনি। আবেদন করলেই আমরা শর্ট লিস্টেড হয়ে গিয়েছি। আমাদের ডিসকুয়ালিফাই করা হয়েছে। এখন মাঝপথে বৃত্তিটা বন্ধ করে দিয়েছে ডাচ বাংলা ব্যাংক। ফলে আমরা অন্যান্য ব্যাংক থেকেও কোনো বৃত্তি নিতে পারছি না। এদিকে ডাচ বাংলার বৃত্তিও বন্ধ। ব্যাংক আমাদের শুরুতে প্রতি মাসে ২৫০০ এবং পরে ৩০০০ করে বৃত্তি দিত। কিন্তু এখন মাঝপথে বৃত্তিটা বন্ধ হয়ে গেলে আমাদের ভোগান্তিতে পড়তে হয়। এছাড়াও ২০১৯ সালে দেওয়া শর্তাবলিতে ৩.৫০ সিজিপিএ রাখার কথা কোথাও উল্লেখ করা হয়নি। কিন্তু তারা এখন এটা সংযুক্ত করেছে। এর কারণেও অনেক মেধাবী শিক্ষার্থী বাদ পড়ে যাবে।’
তারা বলেন, ‘ব্যাংকে যোগাযোগ করা হলে তারা বৃত্তি চালু করার আশ্বাস দেয়। কিন্তু অফিশিয়াল কোনো সিদ্ধান্ত জানায়নি। ২০২২ সালের বৃত্তি তারা জানুয়ারিতে নবায়ন করে চালু করার আশ্বাস দিয়েছে। জানুয়ারিতে গেলে বলা হয় ফেব্রুয়ারিতে চালু করা হবে। খোঁজ নিলে দেখা যাবে আমাদের অনেকেই এই বৃত্তির ওপর নির্ভর করে চলে। জেলা শহরগুলোতে যারা থাকেন তাদের থাকা-খাওয়া এই টাকা দিয়ে হয়ে যায়। কিন্তু ব্যাংক কোনো সিদ্ধান্ত জানাচ্ছে না।’
সংবাদ সম্মেলনে তারা ঘোষণা দেন, দাবি মেনে নেওয়া না হলে বাংলাদেশ ব্যাংকে স্মারকলিপি প্রদান ও ডাচ বাংলা ব্যাংকের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হবে।
ডাচ বাংলা ব্যাংক কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
মৌলভীবাজারের সৌন্দর্য বাড়িয়েছে নদী আর ছড়া। এ জেলায় রয়েছে কয়েক শ ছড়া। কিন্তু সিলিকা বালু লুটের কারণে এসব ছড়া শ্রীহীন হয়ে পড়ছে। বিপন্ন হচ্ছে পরিবেশ। এখানকার অর্ধশতাধিক ছড়া থেকে রাতের আঁধারে একটি মহল বালু উত্তোলন করে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে; কিন্তু তা ঠেকানোর দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। প্রশাস
১ ঘণ্টা আগেসন্ত্রাসী কার্যকলাপের জন্য চাঁপাইনবাবগঞ্জের এক বিএনপি নেতা আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত তিনজনের একটি ফোনকল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ ফোনকল রেকর্ড নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের মির্জাপুরে বছরে জমির নামজারি বা খারিজ হয় ৭ হাজারের অধিক। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড কার্যালয়ের এলআর (লোকাল রিলেশনস) ফান্ডের নামে নেওয়া হয় ২ হাজার টাকা। সেই সঙ্গে পৌর ও ইউনিয়ন ভূমি অফিসগুলোর কন্টিনজেন্সি বিলের (খাতা, কলমসহ আনুষঙ্গিক খরচ) জন্য বরাদ্দ আসে বছরে সাড়ে ৩ থেকে ৫
২ ঘণ্টা আগেকৃষি ব্যাংকের খুলনার পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে কয়েক লাখ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। শুক্রবার রাতে বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা
৩ ঘণ্টা আগে