নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাপ্তাহিক কর্মদিবসের প্রথম দিন আজ। একই সঙ্গে ঈদ পরবর্তী বিধিনিষেধের তৃতীয় দিন। সকাল সাড়ে নয়টায় আজিমপুর বাসস্ট্যান্ডে লকডাউন কার্যকরে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। কারণ রাস্তায় বিগত দুই দিনের তুলনায় গাড়ি ও মানুষের উপস্থিতি বেড়েছে। একের পর এক গাড়িকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তাঁরা। বেশির ভাগ গাড়িতেই রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান, ডাক্তার বা সরকারি অফিসের স্টিকার।
দায়িত্বরত লালবাগ জোনের সার্জেন্ট জেসমিন আক্তার বলেন, 'ছুটি শেষ, তাই মানুষ বেশি। গতকাল পর্যন্ত সরকারি ছুটি ছিলো। তাই রাস্তায় মানুষের সংখ্যাও কম ছিলো। আজ থেকে ব্যাংক, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান খোলা। তাই গাড়ি এবং মানুষের উপস্থিতির সংখ্যা বেড়েছে। অনেকেই বিভিন্ন ডাক্তার বা বিভিন্ন প্রতিষ্ঠানের বা সরকারি স্টিকার গাড়িতে লাগিয়ে বের হয়েছে। তাঁদের সত্যতা আছে কি-না দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করছি।'
'স্যার আমারে ছাইড়া দেন। আমি হার্টের রোগী। রিকশা চালাইয়া ইনকাম করি। হেইডা দিয়াই নিজের চিকিৎসা করি'-এভাবেই ব্যাটারি রিকশা চালক হারুনুর রশিদ লালবাগ জোনের সার্জেন্ট আবদুল্লাহ আল নোমানের কাছে রিকশা ছাড়ানোর আকুতি করছিলেন।
পরে সার্জেন্ট আবদুল্লাহ আল নোমান তাঁকে বুঝিয়ে ছেড়ে দেন। পরে তিনি বলেন, ভাই আমাদের তো আইন প্রয়োগ করতেই হবে। না হলে মানুষকে বিধিনিষেধ মানানো কঠিন হয়ে যাবে। এত কড়াকড়ির পরও মানুষ অকারণে গাড়ি নিয়ে বের হয়।
কোন কারণ দেখাতে না পারায়। সকাল নয়টা সাড়ে নয়টা পর্যন্ত দুটি ব্যক্তিগত গাড়িকে দুই হাজার চার শ টাকা জরিমানা করা হয়েছে।
সাপ্তাহিক কর্মদিবসের প্রথম দিন আজ। একই সঙ্গে ঈদ পরবর্তী বিধিনিষেধের তৃতীয় দিন। সকাল সাড়ে নয়টায় আজিমপুর বাসস্ট্যান্ডে লকডাউন কার্যকরে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। কারণ রাস্তায় বিগত দুই দিনের তুলনায় গাড়ি ও মানুষের উপস্থিতি বেড়েছে। একের পর এক গাড়িকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তাঁরা। বেশির ভাগ গাড়িতেই রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান, ডাক্তার বা সরকারি অফিসের স্টিকার।
দায়িত্বরত লালবাগ জোনের সার্জেন্ট জেসমিন আক্তার বলেন, 'ছুটি শেষ, তাই মানুষ বেশি। গতকাল পর্যন্ত সরকারি ছুটি ছিলো। তাই রাস্তায় মানুষের সংখ্যাও কম ছিলো। আজ থেকে ব্যাংক, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান খোলা। তাই গাড়ি এবং মানুষের উপস্থিতির সংখ্যা বেড়েছে। অনেকেই বিভিন্ন ডাক্তার বা বিভিন্ন প্রতিষ্ঠানের বা সরকারি স্টিকার গাড়িতে লাগিয়ে বের হয়েছে। তাঁদের সত্যতা আছে কি-না দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করছি।'
'স্যার আমারে ছাইড়া দেন। আমি হার্টের রোগী। রিকশা চালাইয়া ইনকাম করি। হেইডা দিয়াই নিজের চিকিৎসা করি'-এভাবেই ব্যাটারি রিকশা চালক হারুনুর রশিদ লালবাগ জোনের সার্জেন্ট আবদুল্লাহ আল নোমানের কাছে রিকশা ছাড়ানোর আকুতি করছিলেন।
পরে সার্জেন্ট আবদুল্লাহ আল নোমান তাঁকে বুঝিয়ে ছেড়ে দেন। পরে তিনি বলেন, ভাই আমাদের তো আইন প্রয়োগ করতেই হবে। না হলে মানুষকে বিধিনিষেধ মানানো কঠিন হয়ে যাবে। এত কড়াকড়ির পরও মানুষ অকারণে গাড়ি নিয়ে বের হয়।
কোন কারণ দেখাতে না পারায়। সকাল নয়টা সাড়ে নয়টা পর্যন্ত দুটি ব্যক্তিগত গাড়িকে দুই হাজার চার শ টাকা জরিমানা করা হয়েছে।
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল) আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়ার ওপর দিনে হামলার পর রাতে তাঁর বাসায় অগ্নিকাণ্ড ঘটেছে। স্থানীয় নেতা-কর্মীরা বিষয়টিকে পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছেন। হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
৩ মিনিট আগেফেনীর দাগনভূঞার পানিতে ডুবে নাফিজ (৯) ও ইয়াছিন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে দাগনভূঞা উপজেলার চণ্ডীপুর গ্রামের মোহাম্মদ আলী মিঝি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নাফিজ একই বাড়ির মো. নেজামের ও ইয়াছিন মো. সাইফুলের ছেলে। এদিকে একই বাড়ির দুই শিশুর মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের
২৮ মিনিট আগেসাতক্ষীরার তালা উপজেলায় আগুনে পুড়ে সানজিদা আক্তার তুলি (১৮) নামের এক কলেজছাত্রীর মারা যাওয়ার ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে।
৩৩ মিনিট আগেমুন্সিগঞ্জ সদরে দুই পরিবারের মধ্যে বিরোধের জেরে একের পর এক খুনের ঘটনা ঘটছে। ২৮ বছর ধরে চলা এই রক্তারক্তির সর্বশেষ শিকার হয়েছেন একজন গতকাল বৃহস্পতিবার রাতে। মোল্লাকান্দি ইউনিয়নের মাকাহাটি এলাকায় রাত সাড়ে ১১টার দিকে একজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
৩৯ মিনিট আগে