Ajker Patrika

দিনভর উৎসুক জনতার অপেক্ষা, কারামুক্ত হলেন না পরীমণি

প্রতিনিধি, গাজীপুর
দিনভর উৎসুক জনতার অপেক্ষা, কারামুক্ত হলেন না পরীমণি

মাদক মামলায় গ্রেপ্তার আলোচিত চিত্রনায়িকা পরীমণি আজ মঙ্গলবার ঢাকার আদালত থেকে জামিন পেয়েছেন। কিন্তু জামিনের কাগজপত্র কারাগারে না পৌঁছানোর কারণে তিনি কারামুক্ত হতে পারেননি। রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলা সুপার হালিমা খাতুন। 

তিনি বলেন,  নিয়ম মোতাবেক কোনো আসামির জামিন হলে জামিননামা বিকেল ৫টার মধ্যে আমাদের কাছে এলে আমরা কারামুক্ত করি। সন্ধ্যা ৬টা পর্যন্ত পরীমণির জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়নি। তাই তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। 

২৬ দিন ধরে কারাগারে পরীমণি। আজ দুপুর ২টার দিকে ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ তার জামিন আবেদন মঞ্জুর করেন।  

এদিকে পরীমণির জামিনের খবর পেয়ে বিকেল থেকে গাজীপুরের কাশিমপুর কারারের প্রধান ফটকে উৎসুক জনতার ভিড় করে। ফটকের সামনে বিপুলসংখ্যক গণমাধ্যমকর্মীও উপস্থিত ছিলেন। 

বিকেল থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করেন উৎসুক জনতাকারা সূত্রে জানা গেছে, পরীমণির জামিনের আদেশ সংক্রান্ত কাগজপত্র প্রথমে যাবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। সেখান থেকে কাগজপত্র কাশিমপুর কারাগারে পৌঁছালে সেগুলো যাচাই-বাছাই শেষে তাঁকে মুক্তি দেওয়া হবে। এ প্রক্রিয়া শেষ করে পরীমণির  ‍মুক্তি পেতে আগামীকাল বুধবার দুপুর হয়ে যেতে পারে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে পরীমণির বনানীর বাসায় অভিযান চালায় র‍্যাব। এ সময় তাঁর বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়। রাতে পরীমণিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদর দপ্তরে নেওয়া হয়। পরে তাঁর বিরুদ্ধে বনানী থানায় মাদক মামলা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত