প্রতিনিধি, গাজীপুর
মাদক মামলায় গ্রেপ্তার আলোচিত চিত্রনায়িকা পরীমণি আজ মঙ্গলবার ঢাকার আদালত থেকে জামিন পেয়েছেন। কিন্তু জামিনের কাগজপত্র কারাগারে না পৌঁছানোর কারণে তিনি কারামুক্ত হতে পারেননি। রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলা সুপার হালিমা খাতুন।
তিনি বলেন, নিয়ম মোতাবেক কোনো আসামির জামিন হলে জামিননামা বিকেল ৫টার মধ্যে আমাদের কাছে এলে আমরা কারামুক্ত করি। সন্ধ্যা ৬টা পর্যন্ত পরীমণির জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়নি। তাই তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়া সম্ভব হয়নি।
২৬ দিন ধরে কারাগারে পরীমণি। আজ দুপুর ২টার দিকে ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ তার জামিন আবেদন মঞ্জুর করেন।
এদিকে পরীমণির জামিনের খবর পেয়ে বিকেল থেকে গাজীপুরের কাশিমপুর কারারের প্রধান ফটকে উৎসুক জনতার ভিড় করে। ফটকের সামনে বিপুলসংখ্যক গণমাধ্যমকর্মীও উপস্থিত ছিলেন।
কারা সূত্রে জানা গেছে, পরীমণির জামিনের আদেশ সংক্রান্ত কাগজপত্র প্রথমে যাবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। সেখান থেকে কাগজপত্র কাশিমপুর কারাগারে পৌঁছালে সেগুলো যাচাই-বাছাই শেষে তাঁকে মুক্তি দেওয়া হবে। এ প্রক্রিয়া শেষ করে পরীমণির মুক্তি পেতে আগামীকাল বুধবার দুপুর হয়ে যেতে পারে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে পরীমণির বনানীর বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় তাঁর বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়। রাতে পরীমণিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দপ্তরে নেওয়া হয়। পরে তাঁর বিরুদ্ধে বনানী থানায় মাদক মামলা করা হয়।
মাদক মামলায় গ্রেপ্তার আলোচিত চিত্রনায়িকা পরীমণি আজ মঙ্গলবার ঢাকার আদালত থেকে জামিন পেয়েছেন। কিন্তু জামিনের কাগজপত্র কারাগারে না পৌঁছানোর কারণে তিনি কারামুক্ত হতে পারেননি। রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলা সুপার হালিমা খাতুন।
তিনি বলেন, নিয়ম মোতাবেক কোনো আসামির জামিন হলে জামিননামা বিকেল ৫টার মধ্যে আমাদের কাছে এলে আমরা কারামুক্ত করি। সন্ধ্যা ৬টা পর্যন্ত পরীমণির জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়নি। তাই তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়া সম্ভব হয়নি।
২৬ দিন ধরে কারাগারে পরীমণি। আজ দুপুর ২টার দিকে ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ তার জামিন আবেদন মঞ্জুর করেন।
এদিকে পরীমণির জামিনের খবর পেয়ে বিকেল থেকে গাজীপুরের কাশিমপুর কারারের প্রধান ফটকে উৎসুক জনতার ভিড় করে। ফটকের সামনে বিপুলসংখ্যক গণমাধ্যমকর্মীও উপস্থিত ছিলেন।
কারা সূত্রে জানা গেছে, পরীমণির জামিনের আদেশ সংক্রান্ত কাগজপত্র প্রথমে যাবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। সেখান থেকে কাগজপত্র কাশিমপুর কারাগারে পৌঁছালে সেগুলো যাচাই-বাছাই শেষে তাঁকে মুক্তি দেওয়া হবে। এ প্রক্রিয়া শেষ করে পরীমণির মুক্তি পেতে আগামীকাল বুধবার দুপুর হয়ে যেতে পারে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে পরীমণির বনানীর বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় তাঁর বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়। রাতে পরীমণিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দপ্তরে নেওয়া হয়। পরে তাঁর বিরুদ্ধে বনানী থানায় মাদক মামলা করা হয়।
শনিবার রাতে ঘোষেরহাট বাজারে স্থানীয় লোকজন হিরণকে দেখতে পেয়ে আটক করে। প্রথমে তাঁরা তাঁকে মিষ্টি খাওয়ান, পরে গণধোলাই দেন। খবর পেয়ে ইন্দুরকানী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
১ সেকেন্ড আগেচিকিৎসকের পরামর্শে স্বজনেরা সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাসপাতালের সামনে থেকে কম টাকায় ঢাকাফেরত একটি অ্যাম্বুলেন্স ভাড়া করেন। ঢাকায় যাওয়ার উদ্দেশে স্বজনেরা নবজাতককে নিয়ে অ্যাম্বুলেন্সে ওঠেন। রোগী নিয়ে অ্যাম্বুলেন্সেটি ছেড়ে যাবে, এ মুহূর্তে শরীয়তপুরের সিভিল সার্জনের গাড়িচালক আবু তাহের দেওয়ান ও তাঁর ছেলে
৪ মিনিট আগেকুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকদের বহনকারী একটি মিনিবাসের সঙ্গে একটি যাত্রীবাহী লোকাল বাসের ধাক্কা লেগেছে। আজ রোববার (১৭ আগস্ট) সকালে সদর উপজেলার এগারো মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত সাত-আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
৯ মিনিট আগেশতভাগ আবাসন, আবাসিক হলে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের সিট বাতিলসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। আজ রোববার বেলা ১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। পরে বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের ফটকে
১১ মিনিট আগে