Ajker Patrika

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পুলিশের নায়েক সজীব ও কনস্টেবল শোয়াইবুর ফের ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০: ৫৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পুলিশের নায়েক সজীব ও কনস্টেবল শোয়াইবুর ফের ২ দিনের রিমান্ডে

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনীকে রাজনৈতিক ব্যবহারমুক্ত ও সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া পুলিশের নায়েক সজীব সরকার ও কনস্টেবল শোয়াইবুর রহমানকে ফের দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আরিফুর রহমান তাঁদের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। 

তিন দিনের রিমান্ড শেষে আজ সকাল ৭টায় দুজনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ফের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। অন্যদিকে দুই পুলিশ সদস্যের পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। 

শুনানিকালে দুই পুলিশ সদস্য আদালতকে বলেন, তাঁদের ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে এখন তাঁদের হয়রানি করা হচ্ছে। তাঁরা সম্পূর্ণ নির্দোষ। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

ঢাকার প্রধান মহানগর হাকিম আদালতে শাহজাহানপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আলমগীর বিষয়টি নিশ্চিত করেন। দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শ্রেণি ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা তৈরির অভিযোগ এনে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এই রিমান্ডে নেওয়া হয়। 

শাহজাহানপুর থানায় গত ১৫ সেপ্টেম্বর পুলিশের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়। ১৬ সেপ্টেম্বর দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরদিন ১৭ সেপ্টেম্বর তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। 

দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। রিমান্ড আবেদনে বলা হয়, আসামি শোয়াইবুর রহমান ও সজীব সরকার ফেসবুক আইডি ব্যবহার করে বিভিন্ন শ্রেণি ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ও ঘৃণা সৃষ্টি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেছেন। এ ছাড়া জনসাধারণের সেবা বাধাগ্রস্ত ও বিনষ্ট করার জন্য আসামিরা উসকানিমূলক বার্তা পোস্ট করছেন। তাঁদের তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পরও পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি ছড়িয়ে দেওয়ার মাস্টারমাইন্ড কে, তা খুঁজে বের করার জন্য আসামিদের পুনরায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত