Ajker Patrika

বালুভর্তি ট্রাকচাপায় প্রাণ গেল মা-মেয়ের

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৮: ৪৭
বালুভর্তি ট্রাকচাপায় প্রাণ গেল মা-মেয়ের

ফরিদপুরের বোয়ালমারীতে গরুবাহী বেপরোয়া ট্রাকের চাপায় মা-মেয়ের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ রোববার দুপুরে মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের রূপাপাত ইউনিয়নের কলিমাঝি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতেরা হলেন—উপজেলার রূপাপাত ইউনিয়নের টুংরাইল গ্রামের মুদিদোকানি প্রবীর বিশ্বাসের স্ত্রী সুপর্ণা বিশ্বাস (৩০) ও তাঁর শিশুকন্যা প্রত্যাশা বিশ্বাস (৭)।

নিহতের আত্মীয় ও প্রত্যক্ষদর্শী কল্পনা মণ্ডল বলেন, রোববার দুপুর ২টার দিকে সুপর্ণা বিশ্বাস (৩০) তাঁর শিশুকন্যা প্রত্যাশা বিশ্বাসকে (৭) সঙ্গে নিয়ে উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজার থেকে ভ্যানে করে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার কলিমাঝির ইটভাটা নামক স্থানে পৌঁছালে গরুবাহী দ্রুতগামী একটি বেপরোয়া ট্রাক ভ্যানটিকে পেছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুপর্ণা বিশ্বাস এবং তাঁর মেয়ে প্রত্যাশা বিশ্বাস মারা যায়। ভ্যানটিকে চাপা দিয়ে ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ‘দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত ঘাতক ট্রাকটির সন্ধান কেউ দিতে পারেনি। আমরা ট্রাকটি খোঁজার চেষ্টা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

বুড়িগঙ্গা থেকে তরুণ-তরুণীর হাত বাঁধা লাশ উদ্ধার

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অবৈধভাবে ভারতে প্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে আটকের দাবি বিএসএফের

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত