Ajker Patrika

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, অক্টোবরে আক্রান্ত ২০ হাজার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, অক্টোবরে আক্রান্ত ২০ হাজার 

আশা মিলছে না ডেঙ্গু পরিস্থিতি নিয়ে। চলতি মাসের শেষ দিকে প্রকোপ কমে আসবে বলে আশা প্রকাশ করা হলেও হচ্ছে তার উল্টো। গত ২৪ ঘণ্টায়ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়ে গেছে। আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সরকারি হিসেবের আওতাভুক্ত হাসপাতালগুলোতে ৮৬৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। যা আগের দিনের তুলনায় প্রায় দ্বিগুণ। এই নিয়ে দেশে এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ৩৬ হাজার ১৩১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে চলতি মাসেই আক্রান্ত ২০ হাজার ৩৯ জন। যা গত মাসের চেয়ে দ্বিগুণের বেশি। 
 
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩ হাজার ৫৯৭ জন ডেঙ্গু রোগী। এদের মধ্যে রাজধানীর ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২ হাজার ২৭৯ জন এবং বাইরে ১ হাজার ৩১৮ জন। 
 
গত একদিনে মারা যাওয়া সবাই ঢাকা মহানগরীর বাসিন্দা। এ নিয়ে রাজধানীতে এ বছর ডেঙ্গুতে মারা গেলেন ৭৯ জন। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। আর জেলাভিত্তিক পরিসংখ্যানে এখন পর্যন্ত মৃতের সংখ্যায় শীর্ষে কক্সবাজার। এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে জেলাটিতে। সেখানে আক্রান্ত ও মৃতদের বড় একটি অংশ রোহিঙ্গা। 
 
এদিকে, ডেঙ্গুর প্রকোপ থামাতে এডিস মশার প্রজননকেন্দ্র ধ্বংসে দ্বিতীয় দফায় ১৮ থেকে ২৫ আগস্ট পর্যন্ত অভিযান চালায় ঢাকার দুই সিটি করপোরেশন। কিন্তু সম্প্রতি হওয়া ঘূর্ণিঝড়ের কারণে আবারও প্রকোপ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘূর্ণিঝড়ের প্রভাব কিছুটা হলেও পড়বে। অনেক স্থানে মশার প্রজনন কেন্দ্র যেমন নষ্ট হয়েছে তেমনি নতুন করে গড়ে উঠবে। এ জন্য চলতি মাসজুড়েই আমরা বিশেষ কার্যক্রম চালাচ্ছি। নতুন করে বৃষ্টি না হলে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে পরিস্থিতির উন্নতির আশা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত