Ajker Patrika

কিশোরগঞ্জে হত্যা মামলায় এক নারীসহ ৬ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৭: ৫৭
কিশোরগঞ্জে হত্যা মামলায় এক নারীসহ ৬ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জের কটিয়াদীতে কৃষক দুলাল মিয়া হত্যাকাণ্ডে ছয়জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন আদালত। 

আজ সোমবার দুপুরে কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সায়েদুর রহমান খান এ রায় ঘোষণা করেন। এ সময় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। 

কিশোরগঞ্জ জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহ্ আজিজুল হক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কটিয়াদী উপজেলার উত্তর বুনা গ্রামের মজ্জু বানু, তাঁর তিন ছেলে বাচ্চু মিয়া, ফেরদৌস মিয়া ও সাফেক মিয়া, একই এলাকার আব্দুল মান্নান খানের জুবায়ের এবং আব্দুল মান্নাফ খানের ছেলে ফারুক মিয়া। এদের মধ্যে বাচ্চু মিয়া পলাতক রয়েছেন। 

মামলার বিবরণে জানা গেছে, কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের বুনা গ্রামের নাজমা আক্তারের স্বামী কৃষক দুলাল মিয়ার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান আসামিরা। পারিবারিক বিরোধের জের ধরে ২০১৭ সালের ২৬ জুন দুপুরে এ হামলা চালানো হয়। এতে গুরুতর আহত অবস্থায় দুলাল মিয়াকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় একই দিন নিহতের স্ত্রী নাজমা আক্তার বাদী হয়ে ১০ জনকে আসামি করে কটিয়াদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে একই বছরের ২৪ ডিসেম্বর ৯ জনের নামে উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করে। 

দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত পাঁচ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট এমএ রশিদ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেই মেরুন টি-শার্ট পরা হামলাকারীর পরিচয় জানালেন প্রেস সচিব

বাসররাতে দলবদ্ধ ধর্ষণের শিকার নববধূ, স্বামীসহ আটক ৭

যশোরে চায়ের দোকানে বসে থাকা আওয়ামী লীগ নেতাকে বুকে ছুরিকাঘাত করে হত্যা

‘ইউএস ব্র্যান্ড এখন টয়লেটে’—ভারতের ওপর মার্কিন শুল্ক নিয়ে জেক সুলিভানের ক্ষোভ

মেয়েকে ১০ মাস আটকে রেখে ধর্ষণ, মা ও সৎবাবা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত