Ajker Patrika

হরতালের সমর্থনে উত্তরায় রিজভীর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ, আটক ৩

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১৭: ১৪
হরতালের সমর্থনে উত্তরায় রিজভীর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ, আটক ৩

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজধানীর উত্তরায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়েছে। অষ্টম দফা অবরোধ-হরতালের শেষ দিন আজ বৃহস্পতিবার সকালে উত্তরার খালপাড় এলাকায় বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এ সময় তিনজনকে আটক করেছে পুলিশ।

বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা জামান ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকা মহানগর উত্তর, উত্তরা থানা ও ওয়ার্ড বিএনপির ৩০-৩৫ জন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল চলাকালে বিএনপির নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে রয়েছে ‘আজকের হরতাল, চলছে চলবে। জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো। স্বৈরাচারের গদিতে, আগুন জ্বালো একসাথে। ভোট চোরের গদিতে, আগুন জ্বালো একসাথে। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন।’

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) পার্থ প্রতিম ব্রহ্মচারী আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরা খালপাড়ের আশপাশে বিক্ষোভ মিছিল করে বিএনপির লোকজন চলে যাওয়ার পথে আমরা তিনজনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত