Ajker Patrika

শাহবাগ ছাড়া রাজধানীর সব মোড় ছেড়ে দিয়েছেন আন্দোলনকারীরা

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৭ জুলাই ২০২৪, ২১: ০৯
শাহবাগ ছাড়া রাজধানীর সব মোড় ছেড়ে দিয়েছেন আন্দোলনকারীরা

শাহবাগ ছাড়া রাজধানীর সব মোড় ছেড়ে দিয়েছেন আন্দোলনকারীরা। সায়েন্স ল্যাব, নীলক্ষেত, চানখাঁরপুল, বাংলামোটর ও পরীবাগ মোড় থেকে মিছিল নিয়ে শাহবাগে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা। 

আজ সন্ধ্যা ৭টার দিকে আন্দোলনের সমন্বয়ক প্যানেলে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহ, সমাজবিজ্ঞান বিভাগের নাহিদ ইসলাম ও প্রাণিবিদ্যা বিভাগের সারজিস আলমকে শাহবাগ থানায় ডেকে নেওয়া হয়েছে। 

থানা সূত্রে জানা গেছে, সরকারের পক্ষ থেকে আলোচনার জন্য মূলত তাঁদের ডাকা হয়েছে। আন্দোলনে সামনে থাকা ঢাবি শিক্ষার্থী হাসিব আল ইসলাম বলেন, ‘পুলিশ তাঁদের ডেকে নিয়েছে। আমরা পর্যবেক্ষণে রাখছি। ভাইদের কিছু হলে আমরা রাজপথে জবাব দেব।’

এদিকে রাত ৮টার সময়ে শাহবাগ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেওয়ার কথাও রয়েছে আন্দোলনকারীদের। 

এর আগে বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে হল চত্বর হয়ে ভিসি চত্বর ও টিএসসি হয়ে শাহবাগ আসলে পুলিশের মুখোমুখি হন ঢাবি শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীরা পুলিশের বাধা অতিক্রম করে শাহবাগ মোড় ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্শ্ববর্তী পরীবাগ মোড়ে অবস্থান নেন। 

সরেজমিন দেখা যায়, নারী শিক্ষার্থীরা ছাতা নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। সঙ্গে শুকনো জাতীয় খাবার ও পানিও রেখেছেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

এনবিআর কর্মকর্তার কাণ্ড: কৃত্রিম অঙ্গের ঘোষণা দিয়ে ৪৫০ টন গয়না আমদানি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিসিএসের আদলে শিক্ষক নিয়োগ

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

আবাসন কোম্পানির অনিয়ম অনুসন্ধানে গড়িমসি, দুদকের উপপরিচালক বরখাস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত