নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কুমিল্লা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার মালিকানাধীন ১৭ দশমিক ৭৯ একর জমি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁর নিজ নামে ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের ২১ ব্যাংক হিসাবে থাকা ৮৬ লাখ ২৬ হাজার ১৪০ টাকা অবরুদ্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদকের আবেদন অনুযায়ী সুবিদ আলী ভূঁইয়ার ১৭ দশমিক ৭৯ একর জমির দলিলমূল্য ধরা হয়েছে ৫ কোটি ১৫ লাখ ৭৪ হাজার ২৭০ টাকা।
দুদকের উপপরিচালক রেজাউল করিম এসব জমি জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন।
আবেদনে বলা হয়, সুবিদ আলী ভূঁইয়া বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক। ক্ষমতার অপব্যবহার করে তিনি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এ সম্পদ অর্জন করেছেন বলে দুদকে অভিযোগ রয়েছে, যা দুদক তদন্ত করছে।
আবেদনে আরও বলা হয়েছে, আসামি সুবিদ আলী ভূঁইয়া পলাতক অবস্থায় তাঁর স্থাবর সম্পদ বিক্রি এবং ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন ও স্থানান্তর করার পরিকল্পনা করছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ তদন্তের স্বার্থে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের নির্দেশ দেওয়া প্রয়োজন।
কুমিল্লা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার মালিকানাধীন ১৭ দশমিক ৭৯ একর জমি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁর নিজ নামে ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের ২১ ব্যাংক হিসাবে থাকা ৮৬ লাখ ২৬ হাজার ১৪০ টাকা অবরুদ্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদকের আবেদন অনুযায়ী সুবিদ আলী ভূঁইয়ার ১৭ দশমিক ৭৯ একর জমির দলিলমূল্য ধরা হয়েছে ৫ কোটি ১৫ লাখ ৭৪ হাজার ২৭০ টাকা।
দুদকের উপপরিচালক রেজাউল করিম এসব জমি জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন।
আবেদনে বলা হয়, সুবিদ আলী ভূঁইয়া বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক। ক্ষমতার অপব্যবহার করে তিনি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এ সম্পদ অর্জন করেছেন বলে দুদকে অভিযোগ রয়েছে, যা দুদক তদন্ত করছে।
আবেদনে আরও বলা হয়েছে, আসামি সুবিদ আলী ভূঁইয়া পলাতক অবস্থায় তাঁর স্থাবর সম্পদ বিক্রি এবং ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন ও স্থানান্তর করার পরিকল্পনা করছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ তদন্তের স্বার্থে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের নির্দেশ দেওয়া প্রয়োজন।
সিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
৩ মিনিট আগেবাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘এম ইলিয়াস আলীর গুমের সঙ্গে যারা জড়িত, যদি আপনারা বিচার করতে সমর্থ না হন, ছাত্রদল নিজ হাতে এর প্রতিশোধ নেবে। আমরা আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ নেব। এম ইলিয়াস আলীকে যে বা যারা গুম করেছে, আমরা তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেব।’
৭ মিনিট আগেগোপালগঞ্জে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (১০ আগস্ট) রাতে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে শিক্ষক মোহাম্মদ মিরাজ হোসেনকে (৪০) আসামি করে মামলাটি দায়ের করেছেন।
১৫ মিনিট আগেবৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম।
১ ঘণ্টা আগে