Ajker Patrika

ভূমিসেবা এখনো হয়রানি মুক্ত হয়নি: ভূমিমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভূমিসেবা এখনো হয়রানি মুক্ত হয়নি: ভূমিমন্ত্রী 

ভূমিসেবা এখনো হয়রানি মুক্ত হয়নি বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। আজ বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‘ভূমি ব্যবস্থাপনায় সাম্প্রতিক উদ্যোগ ও নাগরিক অধিকার’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষেরা নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। 

সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘আমরা ভূমিসেবার বিষয়গুলো মাথায় রেখে কাজ করছি। চেষ্টা করছি প্রত্যেকটা কাজ যাতে টেকসই হয়। বিভিন্ন সেবা ডিজিটালাইজ করছি, এর সুফল মানুষ পাচ্ছে। এর জন্য আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছি। তবে ভূমিসেবায় এখনো সমস্যা আছে। আমি বারবার বলছি, এখনো হয়রানি মুক্ত হয়নি।’

ভূমিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি বড় হচ্ছে, মানুষের চাহিদা বাড়ছে। ভূমির দাম বাড়ছে। দামের কারণে মাটি হয়ে গেছে সোনা। মানুষ চায় নিষ্কণ্টক ঝামেলামুক্ত জমি। যাতে তার উত্তরাধিকারীকে ঝামেলামুক্ত জমি দিয়ে যেতে পারে।  

গণমাধ্যমকে পর্যবেক্ষণের আহ্বান জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, ‘মিডিয়াকে বলছি, আপনার পর্যবেক্ষণ করে, সমালোচনা করেন। তবে ইয়েলো জার্নালিজম করবেন না। সমালোচনা করলে আমি প্রতিক্রিয়া দেখায় না, এটা না করলে তো আমি জানতে পারব না। আমি চাচ্ছি স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে। অফিসারদের মানসিকতা পরিবর্তনের চেষ্টা করছি।’ 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবির) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘ভূমি অফিসগুলোতে প্রভাবশালীরা ক্ষমতার অব্যবহার করে অনিয়মকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। সিন্ডিকেটের প্রভাবটা যদি আমরা ভাঙতে না পারি, তাহলে আমরা যতই ডিজিটালাইজ করি লাভ নেই। কারণ সিস্টেমের চালানোর পেছনে যে মানুষটা আছে, সে যদি শুদ্ধাচার চর্চা না করে তাহলে কিন্তু মানুষ সুফল পাবে না।’ 

ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আসলে আমাদের কাছে কোনো ম্যাজিক নেই, যে ম্যাজিকটা দিলে মানুষের স্বভাব পরিবর্তন হবে। যেমন, সুইচ টিপ দিলাম সব মানুষ ফেরেশতা হয়ে গেল। এটা কি সম্ভব। এই কারণে আমরা সিস্টেমগুলোকে এমন ভাবে ডিজাইন করছি, মানুষ দুষ্টামি করার চেষ্টা করলেও পারবে না।’ এ সময় ভূমি সচিব ভূমিসেবা আধুনিকায়নে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত