নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্ষতিগ্রস্ত ১০টি থানায় একটি করে গাড়ি দেওয়া হয়েছে। নতুন করে থানার সক্ষমতা বাড়াতে এবং পুলিশের পেট্রোলিং কার্যক্রম জোরদার করতে থানাগুলোতে গাড়ি দিয়েছে ডিএমপি।
আজ বুধবার সকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিক, ফাইন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী সংশ্লিষ্ট থানার চালকদের কাছে গাড়িগুলো হস্তান্তর করেন। যদিও হস্তান্তরের সময় মাঠে ৯টি গাড়ি ছিল।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় ২২টি থানা ক্ষতিগ্রস্ত হয়।
গাড়ি হস্তান্তরের আগে পুলিশ কর্মকর্তা শওকত আলী বলেন, ‘আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য পুলিশের গতিশীলতা খুবই গুরুত্বপূর্ণ। সে জন্য পুলিশের যানবাহনও গুরুত্বপূর্ণ অংশ। বিষয়টি সামনে রেখে ডিএমপি কমিশনার বহরের ৫০টি নতুন গাড়ি নিজ তহবিল থেকে সংগ্রহের উদ্যোগ নিয়েছেন। তারই অংশ হিসেবে প্রাথমিকভাবে আমরা আজ ১০টি গাড়ি আমাদের বহরে যুক্ত করছি। পর্যায়ক্রমে আরও ৪০টি গাড়ি যুক্ত হবে। ৫০টি থানায় মোট ৫০টি গাড়ি দেওয়া হবে। সেই সব থানার কার্যক্রমে এই গাড়িগুলো ব্যবহৃত হবে।’
তিনি আরও বলেন, ‘আজকে যেসব থানায় গাড়ি দেওয়া হচ্ছে, সেগুলো হলো—যাত্রাবাড়ী, উত্তরা পূর্ব, গুলশান, তেজগাঁও, কদমতলী, কামরাঙ্গীরচর, সবুজবাগ, খিলগাঁও, মতিঝিল ও নিউমার্কেট থানা। আমরা বিশ্বাস করি, গাড়িগুলো পুলিশের কাজে আরও গতি আনবে।’
এক প্রশ্নের জবাবে শওকত আলী বলেন, ‘আমাদের ২২টি থানা ও ১৮৬টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৯৭টি গাড়ি পুড়ে গেছে, যেগুলো আর কখনো ব্যবহার করা সম্ভব হবে না। আমরা প্রাথমিকভাবে হিসাব করেছি, ৯ কোটি টাকার মতো আমাদের লজিস্টিক সাপোর্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘যেসব লজিস্টিক রিফিল করার মতো, সেসব আমরা ইতিমধ্যে রিফিল করে ফেলেছি। পর্যায়ক্রমে যেসব থানার ইনফ্রাস্ট্রাকচার ঠিক রয়েছে, সেসব থানায় আমরা এসব পাঠাচ্ছি। এখন সবগুলো থানাই সচল আছে।’
বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্ষতিগ্রস্ত ১০টি থানায় একটি করে গাড়ি দেওয়া হয়েছে। নতুন করে থানার সক্ষমতা বাড়াতে এবং পুলিশের পেট্রোলিং কার্যক্রম জোরদার করতে থানাগুলোতে গাড়ি দিয়েছে ডিএমপি।
আজ বুধবার সকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিক, ফাইন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী সংশ্লিষ্ট থানার চালকদের কাছে গাড়িগুলো হস্তান্তর করেন। যদিও হস্তান্তরের সময় মাঠে ৯টি গাড়ি ছিল।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় ২২টি থানা ক্ষতিগ্রস্ত হয়।
গাড়ি হস্তান্তরের আগে পুলিশ কর্মকর্তা শওকত আলী বলেন, ‘আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য পুলিশের গতিশীলতা খুবই গুরুত্বপূর্ণ। সে জন্য পুলিশের যানবাহনও গুরুত্বপূর্ণ অংশ। বিষয়টি সামনে রেখে ডিএমপি কমিশনার বহরের ৫০টি নতুন গাড়ি নিজ তহবিল থেকে সংগ্রহের উদ্যোগ নিয়েছেন। তারই অংশ হিসেবে প্রাথমিকভাবে আমরা আজ ১০টি গাড়ি আমাদের বহরে যুক্ত করছি। পর্যায়ক্রমে আরও ৪০টি গাড়ি যুক্ত হবে। ৫০টি থানায় মোট ৫০টি গাড়ি দেওয়া হবে। সেই সব থানার কার্যক্রমে এই গাড়িগুলো ব্যবহৃত হবে।’
তিনি আরও বলেন, ‘আজকে যেসব থানায় গাড়ি দেওয়া হচ্ছে, সেগুলো হলো—যাত্রাবাড়ী, উত্তরা পূর্ব, গুলশান, তেজগাঁও, কদমতলী, কামরাঙ্গীরচর, সবুজবাগ, খিলগাঁও, মতিঝিল ও নিউমার্কেট থানা। আমরা বিশ্বাস করি, গাড়িগুলো পুলিশের কাজে আরও গতি আনবে।’
এক প্রশ্নের জবাবে শওকত আলী বলেন, ‘আমাদের ২২টি থানা ও ১৮৬টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৯৭টি গাড়ি পুড়ে গেছে, যেগুলো আর কখনো ব্যবহার করা সম্ভব হবে না। আমরা প্রাথমিকভাবে হিসাব করেছি, ৯ কোটি টাকার মতো আমাদের লজিস্টিক সাপোর্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘যেসব লজিস্টিক রিফিল করার মতো, সেসব আমরা ইতিমধ্যে রিফিল করে ফেলেছি। পর্যায়ক্রমে যেসব থানার ইনফ্রাস্ট্রাকচার ঠিক রয়েছে, সেসব থানায় আমরা এসব পাঠাচ্ছি। এখন সবগুলো থানাই সচল আছে।’
সিলেটের রাজনীতির ‘সৌন্দর্য’ প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সৌহার্দ্য। চোরাচালান, বালু-পাথর লুটসহ নানা অপকর্মেও তাঁদের ‘মিলমিশের’ বিষয়টিও বেশ আলোচিত-সমালোচিত। বিখ্যাত পর্যটন স্পট সাদাপাথরের পাথর লুটের পর বিষয়টি আবার আলোচনায় এসেছে। পাথর লুটপাটে বিএনপির অন্তত ২৮ নেতার জড়িত থাকার অভিযোগ উঠেছে।
২৮ মিনিট আগেসাদাপাথর, জাফলং, বিছনাকান্দির পর এবার লুটপাটে অস্তিত্ব হারানোর পথে সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি। সেখান থেকেও শুরু হয়েছে পাথর চুরি। দিনদুপুরে ঘটছে এসব ঘটনা। রাংপানি পর্যটনকেন্দ্র একসময় শ্রীপুর নামে পরিচিত ছিল। সালমান শাহসহ বেশ কয়েকজন জনপ্রিয় নায়কের সিনেমার শুটিং হয়েছিল সেই সময়।
১ ঘণ্টা আগেনদ-নদীতে পানি বাড়ায় রাজশাহী বিভাগের পাঁচ জেলায় কমপক্ষে সাড়ে ছয় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভাঙনের কবলে পড়েছে অনেক বাড়িঘর। গতকাল রোববার সকাল থেকে পদ্মার পানি কমছে। এর ফলে ভাঙন আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছে নদীপারের মানুষ। এদিকে রংপুরের পীরগাছায় অর্ধশত পরিবার এখন নদীভাঙনের কারণে অসহায় দিন পার করছে
১ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালেই ডেঙ্গুর হটস্পট রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগী ও তাঁদের স্বজনেরা।
১ ঘণ্টা আগে