নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। আজ রোববার সকালে ১০টা ২৫ মিনিটে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
রোববার সকাল ১০টার পরে সাহাবুদ্দীন আহমদের মরদেহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহে আনা হয়। জানাজায় অংশ নিতে প্রধান বিচারপতি, বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব, জ্যেষ্ঠ আইনজীবী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জাতীয় ঈদগাহে উপস্থিত হন।
জানাজার আগে সাহাবুদ্দীন আহমদের প্রতি স্মৃতিচারণ করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও মরহুমের ছোট ছেলে সোহেল আহমেদ।
জানাজায় অংশ নেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য রিয়াজুল কবির কাওছার প্রমুখ।
জানাজা শেষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে তাঁর সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল রাজু আহমেদ শ্রদ্ধা জানান। প্রধান বিচারপতি, আওয়ামী লীগ, বিএনপি, সুপীম কোর্ট আইনজীবী সমিতি, জাতীয়তাবাদী আইনজীবী সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষে শ্রদ্ধা জানানো হয়।
পরে সাহাবুদ্দীন আহমদের মরদেহ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে। সেখানে স্ত্রীর কবরের পাশে তাঁকে সমাহিত করা হবে।
এর আগে এই রাষ্ট্রপতির প্রথম জানাজা গতকাল শনিবার বেলা ২টায় নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় তাঁর নিজ গ্রাম পেময়ীতে অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার সকাল ১০টা ২৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাহাবুদ্দীন আহমদ। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। আজ রোববার সকালে ১০টা ২৫ মিনিটে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
রোববার সকাল ১০টার পরে সাহাবুদ্দীন আহমদের মরদেহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহে আনা হয়। জানাজায় অংশ নিতে প্রধান বিচারপতি, বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব, জ্যেষ্ঠ আইনজীবী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জাতীয় ঈদগাহে উপস্থিত হন।
জানাজার আগে সাহাবুদ্দীন আহমদের প্রতি স্মৃতিচারণ করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও মরহুমের ছোট ছেলে সোহেল আহমেদ।
জানাজায় অংশ নেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য রিয়াজুল কবির কাওছার প্রমুখ।
জানাজা শেষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে তাঁর সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল রাজু আহমেদ শ্রদ্ধা জানান। প্রধান বিচারপতি, আওয়ামী লীগ, বিএনপি, সুপীম কোর্ট আইনজীবী সমিতি, জাতীয়তাবাদী আইনজীবী সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষে শ্রদ্ধা জানানো হয়।
পরে সাহাবুদ্দীন আহমদের মরদেহ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে। সেখানে স্ত্রীর কবরের পাশে তাঁকে সমাহিত করা হবে।
এর আগে এই রাষ্ট্রপতির প্রথম জানাজা গতকাল শনিবার বেলা ২টায় নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় তাঁর নিজ গ্রাম পেময়ীতে অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার সকাল ১০টা ২৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাহাবুদ্দীন আহমদ। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক
১০ মিনিট আগেপুলিশ সুপার বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকারের আরও একটি বিভাগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে। তবে মাদক নির্মূলের জন্য সবার সহযোগিতা জরুরি। তিনি তথ্য দিয়ে কিংবা সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদক নির্মূলের আহ্বান জানান। প্রয়োজনে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করার পরামর্শও দে
১৩ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা জবায়দুর রহমান হত্যা মামলায় বিএনপির ১২৩ নেতা-কর্মীকে খালাস দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ সমরেশ শীল আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন এ হত্যাকাণ্ড ঘটে।
১৭ মিনিট আগেকর্মসূচিতে অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, ‘আমরা আমাদের সব বৈষম্য দূরীকরণের জন্য আগেও আন্দোলন করেছিলাম। পরে প্রশাসনের আশ্বাসে স্থগিত করেছি। কিন্তু বর্তমানে এই প্রশাসন আমাদের সঙ্গে প্রতারণা করছে। দেশের বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল থাকলেও আমাদের সঙ্গে বৈষম্য করার জবাব
৩০ মিনিট আগে