Ajker Patrika

টঙ্গীতে আগুনে পুড়েছে তুলার ৯ গুদাম

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১৪: ২২
টঙ্গীতে আগুনে পুড়েছে তুলার ৯ গুদাম

গাজীপুরের টঙ্গীতে আগুনে তুলার ৯টি গুদাম পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার সকালে টঙ্গীর মিলগেট এলাকার বিএনপি গলিতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে গুদামের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গুদামমালিকেরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ৭টার দিকে ওই এলাকার আক্তার মুন্সির তুলার গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাশের কয়েকটি গুদামে ছড়িয়ে পড়ে। পরে খবর দেওয়া হলে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা গিয়ে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে আক্তার মুন্সির ছয়টি, জয়নাল আবেদীনের দুটি ও মিলন মিয়ার একটি তুলার গুদাম মেশিনপত্রসহ পুড়ে যায়।টঙ্গীতে তুলার গুদামে আগুন। ছবি: আজকের পত্রিকাএ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার আজকের পত্রিকাকে বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত