Ajker Patrika

উন্নত গবেষণায় ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড দেবে বিএসএমএমইউ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উন্নত গবেষণায় ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড দেবে বিএসএমএমইউ

শিক্ষা, সেবা ও গবেষণাসহ সামগ্রিক চিকিৎসা বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রাখে এমন বিষয়ে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। এ ছাড়া এখন পর্যন্ত যে সকল বিষয়ে উচ্চতর কোর্স চালু হয়নি এমন সব বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা নিশ্চিত করতে ১ বছর মেয়াদি ফেলোশিপ কোর্স চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় রোগীদের কল্যাণে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। 

এ সময় উপাচার্য বলেন, দেশেই বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বর্তমান প্রশাসন নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। চিকিৎসাসেবার পাশাপাশি গবেষণাকেও সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। উচ্চতর মেডিকেল শিক্ষায়ও বিশ্বমান নিশ্চিত করা হচ্ছে। আন্তর্জাতিক মানের প্রশিক্ষণকে জোরদার করা হয়েছে। এর প্রধান কারণ, যাতে দেশের রোগীরা উন্নত চিকিৎসাসেবা পেয়ে সুস্থ জীবন যাপন করতে পারেন। 

সভায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডেন্টাল, সার্জারি, নার্সিং, মেডিকেল টেকনোলজি বেসিক সায়েন্স, প্যারা ক্লিনিক্যাল সায়েন্স ও শিশু অনুষদের ডিন উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত