Ajker Patrika

দোহারে কুকুরের কামড়ে আহত অর্ধশত 

দোহার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১৯: ৩৩
দোহারে কুকুরের কামড়ে আহত অর্ধশত 

ঢাকার দোহার উপজেলায় কুকুরের কামড়ে নারী, পুরুষ, শিশুসহ অর্ধশত মানুষ আহত হয়েছে। এমন ঘটনায় আতঙ্ক বিরাজ করছে জনমনে।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ঝনকি, উত্তর ও দক্ষিণ শিমুলিয়া, মধুরচর ও বটিয়া এলাকায় আহতের সংখ্যা বেশি। যার মধ্যে সরকারি হিসেবে গত দুই দিনে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন অন্তত ১৬ জন। বাকিরা অন্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ ছাড়া গত এক সপ্তাহে অর্ধশতাধিক কুকুরের কামড়ে আহতের খবর পাওয়া গেছে।

দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, ‘গত আইনশৃঙ্খলা মিটিং এই ভ্যাকসিনের জন্য বরাদ্দ চেয়েছি। এখনো কোনো বরাদ্দ আসেনি। বর্তমানে বাইরে থেকে ভ্যাকসিন কিনে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, ‘আমরা পৌরসভায় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন দেওয়ার জন্য একটি বরাদ্দ দেওয়ার চেষ্টা করছি। এর মধ্যে পৌরসভায় কিছু ভ্যাকসিন দেওয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ড. ইউনূসের সফরসঙ্গী হয়েও ফখরুল–আখতাররা ভিভিআইপি সুবিধা পাননি কেন—জানাল প্রেস উইং

স্পিকারের বাসভবনই হবে প্রধানমন্ত্রীর অস্থায়ী আবাস

আ.লীগের ঝটিকা মিছিল: মানিকগঞ্জের প্যানেল মেয়র আরশেদ আলীসহ চারজন কারাগারে

ঘরে সদ্য বিবাহিত বিক্রয় প্রতিনিধির লাশ, চিরকুটে লেখা ‘জীবন খুবই কঠিন’

জাতীয় সংসদ নির্বাচন: আলোচনায় আসনের ভাগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত