নিজস্ব প্রতিবেদক
ঢাকা: শরীয়তপুরের একটি মাদক মামলায় মানিক নামের এক ব্যক্তির বদলে একই নামের আরেকজন কারাভোগকারী মানিক হাওলাদারের ছয় মাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ মামলার প্রকৃত আসামি মো. মানিক মিয়াকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার এ বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপনের পর শুনানি শেষে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের ভার্চ্যুয়াল বেঞ্চ এ আদেশ দেন। এ ছাড়া ওই মাদক মামলার দুই তদন্ত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে তাঁদের জবানবন্দি গ্রহণ করতে শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ মামলায় মানিকের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট পার্থ সারথি রায়। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। তুষার কান্তি রায় আদালতের আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে গত ৭ মার্চ মাদক মামলায় মানিক নামে এক আসামির বদলে একই নামের আরেক ব্যক্তি কারাভোগ করছেন এমন অভিযোগে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট। শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তদন্ত করতে বলা হয়। একই সঙ্গে কারাভোগকারী মানিকের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
২০০৯ সালে একটি গাড়িতে ৬৬৮ বোতল ফেনসিডিল পাওয়ার অভিযোগে ওই বছরের ২ জুন সিরাজগঞ্জের সলঙ্গা থানায় চারজনের বিরুদ্ধে মামলা হয়। পরে ওই মামলার আসামি মো. মানিক মিয়াকে ২০০৯ সালের ৩ জুন গ্রেপ্তার করে পুলিশ। কিছুদিন কারাভোগের পর একই বছর হাইকোর্ট থেকে জামিন পান মানিক। ২০১৯ সালের ১১ ফেব্রুয়ারি মানিকসহ চার আসামিকে চার বছর করে কারাদণ্ড দেন সিরাজগঞ্জ আদালত। তবে আদালতের রায়ের আগেই পালিয়ে যান জামিনে থকা মানিক। পরে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ওই পরোয়ানা নিয়ে গত ১৩ জানুয়ারি শরীয়তপুর পুলিশ ভেদরগঞ্জ থানার আলম চান বেপারীকান্দি গ্রামের নজরুল ইসলাম হাওলাদারের ছেলে মানিক হাওলাদারকে গ্রেপ্তার করে। অথচ মূল আসামি মানিক মিয়ার বাবার নাম ইব্রাহিম মৃধা। তার বাড়ি ভেদরগঞ্জের মালতকান্দি।
সংশ্লিষ্ট আদালতে মানিকের প্রকৃত পরিচয় দিয়ে মুক্তির আবেদন করা হয়। কিন্তু মুক্তির নির্দেশ না দেওয়ায় হাইকোর্টে রিট আবেদন করা হয় মানিকের পক্ষে। পরে আদালত বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। বিচার বিভাগীয় তদন্তে বলা হয়, যে মানিককে গ্রেপ্তার করে আটক রাখা হয়েছে, তিনি সিরাজগঞ্জের আদালত থেকে সাজাপ্রাপ্ত আসামি মানিক মিয়া নন।
ঢাকা: শরীয়তপুরের একটি মাদক মামলায় মানিক নামের এক ব্যক্তির বদলে একই নামের আরেকজন কারাভোগকারী মানিক হাওলাদারের ছয় মাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ মামলার প্রকৃত আসামি মো. মানিক মিয়াকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার এ বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপনের পর শুনানি শেষে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের ভার্চ্যুয়াল বেঞ্চ এ আদেশ দেন। এ ছাড়া ওই মাদক মামলার দুই তদন্ত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে তাঁদের জবানবন্দি গ্রহণ করতে শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ মামলায় মানিকের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট পার্থ সারথি রায়। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। তুষার কান্তি রায় আদালতের আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে গত ৭ মার্চ মাদক মামলায় মানিক নামে এক আসামির বদলে একই নামের আরেক ব্যক্তি কারাভোগ করছেন এমন অভিযোগে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট। শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তদন্ত করতে বলা হয়। একই সঙ্গে কারাভোগকারী মানিকের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
২০০৯ সালে একটি গাড়িতে ৬৬৮ বোতল ফেনসিডিল পাওয়ার অভিযোগে ওই বছরের ২ জুন সিরাজগঞ্জের সলঙ্গা থানায় চারজনের বিরুদ্ধে মামলা হয়। পরে ওই মামলার আসামি মো. মানিক মিয়াকে ২০০৯ সালের ৩ জুন গ্রেপ্তার করে পুলিশ। কিছুদিন কারাভোগের পর একই বছর হাইকোর্ট থেকে জামিন পান মানিক। ২০১৯ সালের ১১ ফেব্রুয়ারি মানিকসহ চার আসামিকে চার বছর করে কারাদণ্ড দেন সিরাজগঞ্জ আদালত। তবে আদালতের রায়ের আগেই পালিয়ে যান জামিনে থকা মানিক। পরে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ওই পরোয়ানা নিয়ে গত ১৩ জানুয়ারি শরীয়তপুর পুলিশ ভেদরগঞ্জ থানার আলম চান বেপারীকান্দি গ্রামের নজরুল ইসলাম হাওলাদারের ছেলে মানিক হাওলাদারকে গ্রেপ্তার করে। অথচ মূল আসামি মানিক মিয়ার বাবার নাম ইব্রাহিম মৃধা। তার বাড়ি ভেদরগঞ্জের মালতকান্দি।
সংশ্লিষ্ট আদালতে মানিকের প্রকৃত পরিচয় দিয়ে মুক্তির আবেদন করা হয়। কিন্তু মুক্তির নির্দেশ না দেওয়ায় হাইকোর্টে রিট আবেদন করা হয় মানিকের পক্ষে। পরে আদালত বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। বিচার বিভাগীয় তদন্তে বলা হয়, যে মানিককে গ্রেপ্তার করে আটক রাখা হয়েছে, তিনি সিরাজগঞ্জের আদালত থেকে সাজাপ্রাপ্ত আসামি মানিক মিয়া নন।
সিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
২ মিনিট আগেবাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘এম ইলিয়াস আলীর গুমের সঙ্গে যারা জড়িত, যদি আপনারা বিচার করতে সমর্থ না হন, ছাত্রদল নিজ হাতে এর প্রতিশোধ নেবে। আমরা আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ নেব। এম ইলিয়াস আলীকে যে বা যারা গুম করেছে, আমরা তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেব।’
৭ মিনিট আগেগোপালগঞ্জে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (১০ আগস্ট) রাতে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে শিক্ষক মোহাম্মদ মিরাজ হোসেনকে (৪০) আসামি করে মামলাটি দায়ের করেছেন।
১৪ মিনিট আগেবৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম।
১ ঘণ্টা আগে