Ajker Patrika

প্রাইভেট কার ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২

প্রাইভেট কার ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২

গাজীপুরের শ্রীপুরে প্রাইভেট কার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক সরাফত আলী (৫৫) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের জৈনা টু শৈলাট পাকা সড়কের গোতারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় নিহত অটোরিকশা চালকের স্ত্রী শিরিনা আক্তার ও এক শিশু যাত্রী গুরুতর আহত হয়েছে। 

নিহত সরাফত আলী (৫৫) পার্শ্ববর্তী ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের গৌরীপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি শ্রীপুরের গাজীপুর ইউনিয়নে গাজীপুর গ্রামের গোতারবাজার এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন। 

গাজীপুর গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া বলেন, ‘দ্রুতগতির একটি প্রাইভেট কার শৈলাটের দিকে যাচ্ছিল। অপরদিক থেকে দুটি অটোরিকশা পাল্টাপাল্টি করে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় দ্রুতগতির প্রাইভেট কার একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। পরে প্রাইভেট কারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে অটোরিকশা চালক নিহত হন। এ ঘটনার অটোরিকশা চালকের স্ত্রী শিরিনা আক্তার ও এক শিশু যাত্রী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করানো হয়েছে। 

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মরিয়ম বলেন, ‘গুরুতর আহতাবস্থায় এক নারী ও এক শিশুকে হাসপাতালে আনা হয়। তারা হাসপাতালে চিকিৎসাধীন। তাদের শরীরের অনেক অংশে ক্ষত রয়েছে। তবে তারা শঙ্কা মুক্ত।’ 

মাওনা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিন্টু মিয়া বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘাতক প্রাইভেট কারের চালক গাড়ি নিয়ে পালিয়ে গেছেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত