Ajker Patrika

কালো মুরগি পালনের বিষয়ে প্রচারের পরামর্শ দিলেন সিনিয়র সচিব

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০১: ৩০
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মন্ত্রণালয়ের প্রচার সেল খ্যাত মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর পরিদর্শন করেন সিনিয়র সচিব এম এ আকমল হোসেন। ছবি: আজকের পত্রিকা
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মন্ত্রণালয়ের প্রচার সেল খ্যাত মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর পরিদর্শন করেন সিনিয়র সচিব এম এ আকমল হোসেন। ছবি: আজকের পত্রিকা

গয়াল, গাড়ল ও কালো মুরগি লালন-পালন বিষয়ে প্রচার-প্রচারণার পরামর্শ দিয়েছেন সিনিয়র সচিব এম এ আকমল হোসেন। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মন্ত্রণালয়ের প্রচার সেল খ্যাত মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর পরিদর্শন শেষে এসব নির্দেশনা দেন তিনি।

মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের পাশাপাশি মন্ত্রণালয় ও এর অধীন সকল দপ্তর সংস্থার প্রচারণার কাজকে তথ্য দপ্তরের মাধ্যমে প্রচার করার উদ্যোগ গ্রহণের কথা জানিয়ে সিনিয়র সচিব এম এ আকমল হোসেন বলেন, ব্যতিক্রমী গবাদি পশুপাখি যেমন, গয়াল, গাড়ল ও কালো মুরগি লালন-পালন বিষয়ে প্রচার-প্রচারণা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন।

তিনি দিকনির্দেশনায় আরও বলেন, তথ্য দপ্তরের লাইব্রেরিতে ৬৪ জেলার তথ্য সমৃদ্ধ বইসহ অন্যান্য প্রয়োজনীয় বই সংরক্ষণ করার জন্য। তা ছাড়াও তথ্য দপ্তরের শূন্য পদ পূরণ করার নিমিত্ত নিয়োগ প্রক্রিয়াকে ত্বরান্বিত করার নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান সুরাইয়া আখতার জাহান, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের উপপরিচালক উম্মে হাবিবা, তথ্য কর্মকর্তা (প্রাণিসম্পদ) ডা. মো. এনামুল কবির, সিনিয়র সচিবের একান্ত সচিব, তথ্য কর্মকর্তা (মৎস্য) মাহবুবা খানম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত