Ajker Patrika

আদালতের ইতিহাসে ব্রাহ্মণবাড়িয়া বার কালো দাগ সৃষ্টি করেছে: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৪: ৫১
আদালতের ইতিহাসে ব্রাহ্মণবাড়িয়া বার কালো দাগ সৃষ্টি করেছে: হাইকোর্ট

ব্রাহ্মণবাড়িয়া বার বাংলাদেশের লিগ্যাল ইতিহাসে কালো দাগ সৃষ্টি করেছে, সব আইনজীবীকে কলঙ্কিত করেছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। বার কাউন্সিল কিছু না করলে আমরা এখান থেকেই করব। ব্রাহ্মণবাড়িয়ার আদালতকক্ষে বিচারকের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে তিন আইনজীবী হাজির হলে আজ মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের বেঞ্চ এসব মন্তব্য করেন।

শুরুতেই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার বিষয়টির শান্তিপূর্ণ অগ্রগতি হচ্ছে। আজ থেকে সব কোর্ট চলছে। সবকিছুরই সমাধান হবে। আমাদের এক মাস সময় দিন।’ 

তখন হাইকোর্ট বলেন, ‘কিছুই হয়নি। দিন যাচ্ছে আর সময় নষ্ট করছেন। এটার পরিণতি ভোগ করতে হবে। আপনারা জবাব দিলে দিন, না দিলে আমরা আমাদের মতো এগোব। একটা কোর্টকে, সাংবিধানিক প্রতিষ্ঠানকে অচল করে রেখেছেন। সবকিছু আমরা দেখছি।’

হাইকোর্ট বলেন, ‘আইনজীবী সমিতির প্রেসিডেন্ট হোন আর সদস্য হোন, কেউ আইনের ঊর্ধ্বে নন। প্রতিদিন আমরা খবরের কাগজে চোখ রাখি। আপনারা কোর্ট বর্জন করছেন, করেন; কিন্তু বিচারপ্রার্থীরা কোর্টে গেলে তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। আপনারা এক্সপার্টি (একতরফা) গেলে আমরাও এক্সট্রিমে যাব। আদালত পরবর্তী শুনানির জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।’ 

তিন আইনজীবীর পক্ষে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক আব্দুন নূর দুলাল ও বার কাউন্সিলের সদস্য সাঈদ আহমেদ রাজা। 

গত ২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ বিচারকের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে বারের সভাপতিসহ তিন আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টে  চিঠি পাঠান বিচারক মোহাম্মদ ফারুক। এরপর বিষয়টি প্রধান বিচারপতির কাছে উপস্থাপন করলে তিনি এই বেঞ্চে পাঠান। হাইকোর্ট ওই ঘটনায় তিন আইনজীবীকে ৫ জানুয়ারি তলব করেন এবং আদালত অবমাননার রুল জারি করেন। পরে ১৭ জানুয়ারি হাজির হয়ে তাঁরা সময় চাইলে আদালত ১৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত