Ajker Patrika

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

চাঁদপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা পৌনে ৩টার দিকে চাঁদপুর-লাকসাম রেলপথের শহরের বঙ্গবন্ধু সড়ক রেলক্রসিংয়ের পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। ট্রেনের নিচে কাটা পড়ে তার দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। তবে তার গায়ে নীল রঙের টি-শার্ট, জিনসের কালো প্যান্ট এবং পায়ে বাদামি রঙের চামড়ার জুতা ছিল। 

রেলক্রসিংয়ে দায়িত্বরত গেটম্যান শহীদ মজুমদার জানান, কোর্ট স্টেশন থেকে ট্রেনটি রেলক্রসিং পার হওয়ার আগেই ওই যুবক কাটা পড়ে। ক্রসিং সড়ক থেকে আনুমানিক পশ্চিম ২০ গজ পশ্চিমে হবে। ওই যুবকের পকেটে একটি মোবাইল, মানিব্যাগ ও দুটি সিম কার্ড পাওয়া গেছে। 

স্থানীয়দের ধারণা, ওই যুবক আত্মহত্যার উদ্দেশ্যে হয়তো ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন। 

চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে রেল পুলিশ গিয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হবে। পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) জানানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে ঘটনার পর সাধারণ মানুষ জড়ো হয় এবং পরে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

গুলি–ককটেল ছুড়তে ছুড়তে গজারিয়ার দুর্গম চরের পুলিশ ফাঁড়িতে ডাকাত দলের হামলা

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

ট্রাম্পের শুল্ক এড়াতে ১০৩টি বোয়িং বিমান কিনবে দক্ষিণ কোরিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত