Ajker Patrika

১৮ জানুয়ারি থেকে ডিসি সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৮ জানুয়ারি থেকে ডিসি সম্মেলন

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের কর্মসূচি প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এবার এই সম্মেলনে ২১টি কার্য-অধিবেশনসহ মোট ২৫টি অধিবেশন রয়েছে। 

১৮ জানুয়ারি সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসি সম্মেলনের ভার্চ্যুয়াল উদ্বোধন করবেন। এদিন সন্ধ্যা ৬টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই সম্মেলনে ভার্চ্যুয়ালি যোগ দিয়ে ডিসিদের জন্য দিক-নির্দেশনামূলক বক্তব্য দেবেন। ১৯ জানুয়ারি সন্ধ্যায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দুটি অধিবেশনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য দেবেন। 

সাধারণত প্রতি বছর জুলাই মাসে ডিসি সম্মেলন করা হলেও করোনা মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে এই সম্মেলন হয়নি। গতবারের বিলম্বিত ডিসি সম্মেলন এবার ১১ থেকে ১৩ জানুয়ারি হওয়ার কথা থাকলেও তা হয়নি। 

সরকারের নীতি নির্ধারকেরা সরাসরি ডিসিদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন। কার্য-অধিবেশনগুলোতে মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সচিবেরা অংশ নেন। এই সম্মেলনের আগে বিভাগীয় কমিশনার ও ডিসিরা লিখিতভাবে তাঁদের প্রস্তাব পাঠান। এ ছাড়া কার্য-অধিবেশনে ওঠা বিভিন্ন প্রস্তাবের ওপরও আলোচনা করে সেসবের সমাধানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত