Ajker Patrika

শ্রীপুরে সুতার মিলে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১৩: ৫৬
শ্রীপুরে সুতার মিলে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

গাজীপুরের শ্রীপুরে একটি সুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ দুপুর ১২টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাওনা গ্রামের সেঞ্চুরি স্পিনিং মিলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কারখানার নারী শ্রমিক লিপি আক্তার বলেন, ‘কারখানার ভেতরে ধোঁয়া দেখে শ্রমিকেরা দৌড়াদৌড়ি করে কারখানা থেকে বের হতে শুরু করেন। আস্তে আস্তে আগুনের তীব্রতা বাড়তে থাকে। আমাদের ফ্লোরের সব শ্রমিক নিরাপদে বের হতে পেরেছেন, তবে অন্য ফ্লোরের শ্রমিকদের বিষয়ে বলতে পারব না।’

মেশিনের আগুনের ফুলকি তুলার গুদামে পড়লে আগুনের সূত্রপাত হয়সেঞ্চুরি স্পিনিং মিলের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা আজাদুর রহমান বলেন, ‘আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। কারখানার তুলার গুদামে প্রথমে আগুনের সূত্রপাত হয়। আস্তে আস্তে আগুন কারখানার অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ে। তবে কারখানার সব শ্রমিক নিরাপদে বের হতে পেরেছে।’

তিনি আরও বলেন, ‘একটি মেশিনের আগুনের ফুলকি তুলার গুদামে পড়লে আগুনের সূত্রপাত হয়।’ 

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিস্তারিত পরে জানা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউর প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত