Ajker Patrika

সিদ্ধিরগঞ্জে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ২০: ৪৫
সিদ্ধিরগঞ্জে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোসল করতে নেমে পুকুরে ডুবে ঝুমুর (৬) এবং আবদুল্লাহ (৭) নামে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে সুমিলপাড়া রেললাইনসংলগ্ন রেহান সাহেবের বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।

মৃত ঝুমুর ভোলার চরফ্যাশন এলাকার জয়নালের মেয়ে এবং আবদুল্লাহ বরগুনার আমতলী এলাকার রুবেল গাজীর ছেলে। তারা উভয়ই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া এলাকার মঞ্জুরের বাড়ির ভাড়াটে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে খেলতে গিয়ে বাড়ির সামনে পুকুরে পড়ে যায় ঝুমুর ও আবদুল্লাহ। তাদের ধমকে বাসায় পাঠালেও আবারও তারা পুকুরে গোসল করতে আসে। বেলা ১টার দিকে দুই শিশুকে পুকুরে ভাসতে দেখে এলাকাবাসী। পরে তাদের উদ্ধার করে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান পিপিএম বার জানান, আজ বেলা ১টার দিকে গোসল করতে নেমে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত