Ajker Patrika

সোনারগাঁয়ে এসিল্যান্ডের গাড়ির চাপায় ব্যবসায়ী নিহত

সোনারগাঁয়ে এসিল্যান্ডের গাড়ির চাপায় ব্যবসায়ী নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসিল্যান্ডের গাড়ির চাপায় এক টাইলস ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় সোনারগাঁ পৌরসভার আমিনপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ওয়াহিদ হোসেন দিলীপ (৪২) সোনারগাঁ পৌরসভার রাইজদিয়া গ্রামের মোসলে উদ্দিনের ছেলে। তিনি পেশায় টাইলস ব্যবসায়ী। 

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌর এলাকার আদমপুর বাজারে যাওয়ার পথে সাদা রঙের (নারায়ণগঞ্জ-ঠ-১১-০০২১) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিমের ব্যবহৃত সরকারি গাড়িটি দ্রুতগতিতে এসে ওয়াহিদকে চাপা দেয়। এ সময় গাড়িতে থাকা এসিল্যান্ড মো. ইব্রাহিম ও গাড়িচালক গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। গাড়িতে ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট’ লেখা ছিল। 

পরে দিলীপকে আহত অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথেই তিনি মারা যান। 

এ বিষয়ে জানতে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিমকে একাধিকবার মোবাইল ফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার সাদিপুর ইসলামিয়া সিনিয়র আলীম মাদ্রাসায় গভর্ণিংবডির আজ নির্বাচন ছিল। সেখানে দায়িত্ব শেষে বাসায় ফেরার পথে এসিল্যান্ড মো. ইব্রাহিম, এসিল্যান্ড কার্যালয়ের প্রধান সহকারী দিপাল দেবনাথ ও কর্মচারী সোহানকে বহন করা গাড়িটি দ্রুত গতিতে এসে আমিনপুর এলাকায় রাস্তার পাশে থাকা টাইলস ব্যবসায়ী ওয়াহিদকে চাপা দেয়। 

নিহতের ভাতিজা যোবায়ের হোসেন জানান, তাঁর চাচা ওয়াহিদ হোসেন দিলীপ পৌরসভার কামাল ভূঁইয়া মার্কেটে টাইলস ব্যবসা করেন। আজ রোববার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিমের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে তিনি মারা যান। ঘটনার সঙ্গে জড়িত চালক নাজমুল ইসলামকে গ্রেপ্তার করে শাস্তির দাবি করেন তিনি। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান জানান, নিহত পরিবারের সঙ্গে আলোচনা চলছে। এসিল্যান্ডের গাড়ির চালকের গাফিলতি ও নিয়ন্ত্রণ হারিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। পরিবারের পক্ষ থেকে মামলা দিলে তা গ্রহণ করা হবে। 

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, ‘এসিল্যান্ডের গাড়ির চালকের গাফিলতি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত