Ajker Patrika

জাল রাজস্ব স্ট্যাম্প লাগানো ৩২ হাজার প্যাকেট বিড়িসহ আটক ২

প্রতিনিধি, কালিহাতী (টাঙ্গাইল)
জাল রাজস্ব স্ট্যাম্প লাগানো ৩২ হাজার প্যাকেট বিড়িসহ আটক ২

কালিহাতীতে জাল রাজস্ব স্ট্যাম্প লাগানো ৩২ হাজার ২৬৫ প্যাকেট পাখি স্পেশাল বিড়িসহ দুজনকে আটক করেছে র‍্যাব-১২। গতকাল সোমবার (২৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার ইছাপুরে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকার মো. খলিল মোল্লার ছেলে মো. ফরিদ মোল্লা (৩০) ও একই এলাকার মো. আতিয়ার আলী শেখের ছেলে মো. মুরাদ আলী শেখ (৩১)। জব্দ হওয়া বিড়ির আনুমানিক মূল্য ৫ লাখ ৮০ হাজার ৭৭০ টাকা। 

র‍্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি অভিযানকারী দল উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের দয়াল বাবা জহুর আলী মুন্সী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাঁদের আটক করে। পরে তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে। 

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে তাঁদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে, মামলা নম্বর-১২। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত