Ajker Patrika

ঢাকাসহ ৫ জেলার ডিসিকে তলব হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ এপ্রিল ২০২২, ২০: ০১
ঢাকাসহ ৫ জেলার ডিসিকে তলব হাইকোর্টের

আদালতের আদেশ সঠিকভাবে প্রতিপালন না করায় ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৭ মে তাঁদের স্বশরীরে হাজির হতে বলা হয়েছে।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মহি উদ্দিনের শামীমের বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে ঢাকা শহর ও আশপাশের এলাকায় বায়ু দূষণ বন্ধে এইচআরপিবি’র আবেদনের প্রেক্ষিতে গত ১ মার্চ ৩১৮টি অবৈধ ইটভাটা বন্ধ করার নির্দেশ দেন হাইকোর্ট। ৪ জেলা প্রশাসকের পক্ষে আদালতে গতকাল মঙ্গলবার প্রতিবেদন দাখিল করে জানানো হয় ১১৪টি ইটভাটা বন্ধ করা হয়েছে।

এদিকে সাভারের ধামরাইয়ে ‘তবু বন্ধ হচ্ছে না ইটভাটা’ শিরোনামে গতকাল মঙ্গলবার (১৯ এপ্রিল) দৈনিক আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ওই রিপোর্ট সংযুক্ত করে এইচআরপিবি হাইকোর্টে ৪ দফা নির্দেশনা চেয়ে আবেদন করে। শুনানি শেষে আদালত ৫ জেলার ডিসিকে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন। 

শুনানিতে আবেদনকারীর পক্ষে সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘বারবার আদেশ দেওয়া সত্ত্বেও তা কার্যকর হচ্ছে না। এটা শুধু আদালতের ওপর অশ্রদ্ধাই নয় আদালতের মর্যাদাও ক্ষুন্ন করা হচ্ছে-উপরন্ত তা আদালত আবমাননার শামিল। আদালতের আদেশ এভাবে কার্যকর না হলে সংবিধানের অনুচ্ছেদ ১১২ মুল্যহীন হয়ে যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোয়ালন্দে ‘নুরাল পাগলার’ লাশ তুলে পুড়িয়ে দিল বিক্ষুব্ধরা, আহত অর্ধশত

পবায় মাইকে স্লোগান দিয়ে খানকা ভাঙচুর, নীরব ছিল দুই গাড়ি পুলিশ

২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও গণঅধিকারকে নিষিদ্ধ করতে হবে: শামীম পাটোয়ারী

গোয়ালন্দে পিরের আস্তানায় হামলায় ১ জন নিহত, আশঙ্কাজনক ৫

ভারত-যুক্তরাষ্ট্র উত্তেজনায় নতুন রণক্ষেত্র ‘টুথপেস্ট’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত