Ajker Patrika

মোজাহিদের ‘অনুপ্রেরণার উৎস মালালা ইউসুফজাই’

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১২: ২৫
মোজাহিদের ‘অনুপ্রেরণার উৎস মালালা ইউসুফজাই’

পিছিয়ে পড়া বৈদিক সম্প্রদায়ের শিশুদের শিক্ষার জন্য ‘বৈদিক পল্লি পাঠশালা’ গড়েছে কিশোরগঞ্জের অষ্টগ্রামের কিশোর মোজাহিদুল ইসলাম। শুধু তাই নয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে সচেতনতা তৈরির জন্য সে প্রতিষ্ঠা করেছে ‘হাওর ক্লাইমেট ক্লাব’। 

এসব পদক্ষেপকে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়নে অবদান হিসেবে বিবেচনায় নিয়ে মোজাহিদুল ইসলামকে (১৬) এবারের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে নেদারল্যান্ডসের কিডস রাইটস ফাউন্ডেশন।

মোজাহিদের বিষয়ে কিডস রাইটসের ওয়েবসাইটে বলা হয়, শান্তিতে নোবেল বিজয়ী পাকিস্তানের মালালা ইউসুফজাইয়ের দ্বারা অনুপ্রাণিত হয় মোজাহিদুল। তার পাঠশালায় ১০০ বৈদিক শিশুকে পড়ানো হয়। আর তার ক্লাবের মাধ্যমে ১৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে ৪ হাজার শিক্ষার্থীর মধ্যে সচেতনতা তৈরি হয়।

‘মোজাহিদের কাজ ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে, যা সারা দেশে ছড়ানোর পরিকল্পনা আছে। এ ছাড়া উন্নয়ন ও টেকসই লক্ষ্যের জন্যও তার কাজ করার পরিকল্পনা।’ 

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা সদর ইউনিয়নের মহিষেরকান্দি গ্রামের প্রয়াত অধ্যক্ষ এ কে এম গিয়াস উদ্দিন ও মনোয়ারা পারভিন দম্পতির একমাত্র সন্তান মোজাহিদ। সে মিঠামইন মহিষারকান্দি নিজামিয়া মাতলুবুল উলুম মাদ্রাসার ছাত্র। কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স নামে স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে শিশুদের উন্নয়নে মোজাহিদ নানা কর্মসূচি গ্রহণ, শিশুদের জাতীয় ও আন্তর্জাতিক নানা সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে। 

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কিশোরগঞ্জ ভলান্টিয়ার্সের মাধ্যমে শিশু শান্তি পুরস্কারের জন্য আবেদন করে মোজাহিদ। যাচাই-বাছাই শেষে ‘শিশুদের জন্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন’ বিভাগে তাকে মনোনীত করে তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

মোজাহিদসহ ৪৬টি দেশের ১৭৫ জন শিশু এবার আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২২-এর জন্য মনোনীত হয়েছে। আগামী ১৪ নভেম্বর নেদারল্যান্ডসে এই পুরস্কার ঘোষণা করা হবে। গত বছর বায়ুদূষণের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভারতের ন্যাভ ও ভিহান আগরওয়ালকে এই পুরস্কার দেওয়া হয়।

মোজাহিদ আজকের পত্রিকাকে বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কারে জন্য মনোনীত হওয়ায় আমি অনেক আনন্দিত। এতে সামনের দিনে আরও বেশি ভালো কাজ করার অনুপ্রেরণা পাব।’

২০০৫ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের এক শীর্ষ অনুষ্ঠান থেকে ‘কিডস রাইটস ফাউন্ডেশন’ শিশুদের অধিকার, নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে অসাধারণ অবদানের জন্য এই পুরস্কার চালু হয়। পুরস্কার হিসেবে ১ লাখ ইউরো ও সম্মাননা স্মারক দেওয়া হয়। 

এর আগে ২০২০ সালে প্রথম বাংলাদেশি হিসেবে সাদাত রহমান এই পুরস্কার পান।

(প্রতিবেদনটি তৈরিতে অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি তথ্য দিয়ে সহায়তা করেছেন।)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত