Ajker Patrika

দৌলতপুরে এক ওয়ার্ড-পদের জন্য লড়ছেন সহোদর দুই ভাই

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
দৌলতপুরে এক ওয়ার্ড-পদের জন্য লড়ছেন সহোদর দুই ভাই

দৌলতপুরের কলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্যপদের জন্য সহোদর দুই ভাই প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য ভোটে দুই ভাইয়ের লড়াই নিয়ে এলাকার ভোটারদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা। 

ওই দুই ভাই হলেন, কলিয়ার ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুস সামাদ (টিউবওয়েল) ও তাঁর ছোট ভাই মো. শিপন মিয়া (ফুটবল)। তাঁরা কলিয়া ইউনিয়নের তালুকনগর গ্রামের বাসিন্দা। 
 
ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তালুকনগরে একটা গ্রাম নিয়ে ১ নম্বর ওয়ার্ড গঠিত। তালুকনগর গ্রামের মোট ভোটার ২ হাজার ৭৫২ জন। এ ওয়ার্ডে দুই ভাই ছাড়া আরও ৫ জন প্রার্থী আছেন। 

তালুকনগর গ্রামের ভোটার ইউসুফ আলী বলেন, আমাদের গ্রামে দুই ভাই প্রার্থী হয়েছেন। আমাদের এক গ্রাম নিয়েই একটি ওয়ার্ড। আমরা গ্রামবাসীরা মিলে তাঁদের একত্রিত করার চেষ্টা করেছি। কিন্তু দুজনকে একসঙ্গে বসানো সম্ভব হয়নি। 

প্রার্থিতার বিষয়ে শিপন মিয়া বলেন, আমার বড় ভাই আগে একবার ইউপি সদস্য ছিল। এবার তাঁকে ছাড় দিতে অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি তা মানেননি, প্রার্থী হয়েছেন। পরিবারের অধিকাংশ লোক ও আত্মীয়স্বজন আমার পক্ষে আছেন। আশাবাদী এবার আমিই এই ওয়ার্ডের মেম্বার হব। 

আব্দুস সামাদ বলেন, আমি ৫ বছর কলিয়া ইউনিয়নের ইউপি সদস্য ছিলাম। সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমার জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য গ্রামের ৩ / ৪ জন লোক আমার ছোট ভাইকে নির্বাচনে নামিয়েছেন। আমি এবং আমার আত্মীয়স্বজন অনেক চেষ্টা, তদবির করেও তাঁকে নির্বাচন থেকে সরাতে পারিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত