Ajker Patrika

খুঁজে খুঁজে হয়রান পুলিশ, হোটেলে বন্ধুর সঙ্গে পরোটা-ভাজি খাচ্ছিলেন তিনি

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
খুঁজে খুঁজে হয়রান পুলিশ, হোটেলে বন্ধুর সঙ্গে পরোটা-ভাজি খাচ্ছিলেন তিনি

গত ৪ অক্টোবর রাজধানীর উত্তরার কেমিক্যাল ব্যবসায়ী সজল কুমার রায়ের (৪৩) স্ত্রী থানায় অভিযোগ করেন—তাঁর স্বামী গত ৩ অক্টোবর ডাক্তার দেখাতে বের হয়ে আর ফেরেননি। কিছু লোক তাঁকে তুলে নিয়ে গেছে। এরপর থেকেই সজলের খোঁজে নামে পুলিশ।

স্ত্রীর অভিযোগের ২০ দিন পর মঙ্গলবার (২৫ অক্টোবর) সজলকে চট্টগ্রাম থেকে উদ্ধার করে ঢাকায় নিয়ে এসেছে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।

সজলকে উদ্ধারের পর জানা গেছে, তিনি আসলে অপহৃত হননি। পাওনাদারদের ভয়ে ছিলেন স্বেচ্ছায় আত্মগোপনে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৪ অক্টোবর নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী থানায় অভিযোগ করেন। তিনি অভিযোগে জানান, তাঁর স্বামী গত ৩ অক্টোবর নিখোঁজ হয়েছেন। কিছু লোক তাঁকে তুলে নিয়ে গেছে। ব্যবসায়িক বিরোধের জেরে তাঁকে তুলে নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। অভিযোগ পাওয়ার পরপরই উত্তরা পশ্চিম থানার একটি দল সজলের খোঁজে নামে।’

ওসি মহসীন বলেন, প্রযুক্তির সহায়তায় সোমবার (২৪ অক্টোবর) সজলের অবস্থান চট্টগ্রামে বলে নিশ্চিত হওয়া যায়। ঘূর্ণিঝড় সিত্রাং-এর ঝুঁকি মাথায় নিয়েই সজলকে উদ্ধারে চট্টগ্রামে পৌঁছে পুলিশ। কিন্তু সেখানে গিয়ে দেখা যায়, ব্যবসায়ী সজল তাঁর এক বন্ধুসহ একটি হোটেলে পরোটা-ভাজি খাচ্ছেন। তাঁকে কেউ অপহরণ করেনি। তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। তিনি চট্টগ্রামে ঘুরে বেড়াচ্ছিলেন। আর এদিকে পুলিশ তাঁকে খুঁজতে খুঁজতে হয়রান।’

উদ্ধার হওয়া ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি মহসীন বলেন, ‘সজল অপহৃত হননি, স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। চট্টগ্রামে বন্ধুর সঙ্গে ঘুরছিলেন।’

সজল পুলিশকে জানায়, পাওনাদারদের হাত থেকে বাঁচতে নিজেই পালিয়ে গিয়ে অপহরণের নাটক সাজিয়েছিলেন। প্রথমে কিছুদিন গাজীপুর, পরে মোহাম্মদপুরে ছিলেন। এরপর চলে আসেন চট্টগ্রামে। এখানে এক বন্ধুর সঙ্গে তিনি ঘুরছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউর প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত