Ajker Patrika

ট্রেনের ধাক্কার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: জেলা প্রশাসক 

আপডেট : ২৪ জুলাই ২০২২, ১৪: ৩৭
ট্রেনের ধাক্কার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: জেলা প্রশাসক 

শ্রমিকবাহী বাসে ট্রেনের ধাক্কার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’ 

জেলা প্রশাসক আরও বলেন, দুর্ঘটনায় নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ২০ হাজার ও আহত শ্রমিকদের চিকিৎসা বাবদ ১০ টাকা নগদ প্রদান করা হবে। 

এ বিষয়ে গাজীপুর রেলওয়ে পুলিশের ফাঁড়ির ইনচার্জ মো. শহীদুল্লাহ বলেন, দুর্ঘটনার পর চার শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ঘটনাস্থল পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন গাজীপুর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি অঞ্জন কুমার সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. তরিকুল ইসলাম প্রমুখ। 

উল্লেখ্য, আজ রোববার সকাল ৭টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের মাইজপাড়া এলাকায় রেলক্রসিংয়ে শ্রমিকবাহী বাসে ট্রেন ধাক্কা দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত