নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পৃথিবীর কোনো সরকারই নির্ভুলভাবে দেশ চালাতে পারেনি বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘কিন্তু সেটিকে বড় করে দেখিয়ে, আজকের যুগের প্রেক্ষাপটে বিশ্ব পরিস্থিতিকে আড়াল করে শুধু দেশের পরিস্থিতি তুলে ধরে মানুষকে বিভ্রান্ত করতে কিছু মিডিয়া হাউস এক হয়েছে।’
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জাতীয় শোক দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম আয়োজিত আলোচনা সভায় তথ্যমন্ত্রী এ কথা বলেন।
দেশের বর্তমান প্রেক্ষাপট প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি বলবো না আমরা একেবারে নির্ভুলভাবে দেশ পরিচালনা করছি। পৃথিবীর কোনো সরকার কখনোই নির্ভুলভাবে দেশ পরিচালনা করতে পারেনি। এখনো কেউ পারে না, ভবিষ্যতেও পারবে না। আমাদের অবশ্যই ভুল ত্রুটি আছে। কিন্তু সেটিকে বড় করে দেখিয়ে, আজকের যুগের প্রেক্ষাপটে বিশ্ব পরিস্থিতিকে আড়াল করে শুধু দেশের পরিস্থিতি তুলে ধরে মানুষকে বিভ্রান্ত করতে কিছু মিডিয়া হাউস এক হয়েছে।’ এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য মুক্তিযুদ্ধের সপক্ষের সাংবাদিক ফোরামকে আহ্বান জানান ড. হাছান মাহমুদ।
বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা একটি মানবতাবিরোধী অপরাধ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘এ হত্যাকাণ্ডের অন্যতম কুশীলব ছিলেন জিয়াউর রহমান। ১৯১৫ সালের ১৫ আগস্ট মানবতাকে ভুলুণ্ঠিত করে যেভাবে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল, নারী ও শিশুকে হত্যা করা হয়েছিল সেটি ছিল মানবতাবিরোধী অপরাধ। এবং এই অপরাধ যারা সংগঠিত করেছিল তাদের অন্যতম কুশীলব ছিল খন্দকার মোশতাক তো বটেই, তার সঙ্গে জিয়াউর রহমান। খালেদা জিয়া তার জন্মদিন বদলে দিয়ে ১৫ আগস্ট জন্মদিন পালনের মধ্য দিয়ে স্বীকার করে নিয়েছে তার স্বামী বঙ্গবন্ধুর হত্যার অন্যতম কুশীলব।’
বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের অর্থনৈতিক অবস্থা এখনো অনেক দেশের তুলনায় ভালো দাবি করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের ভুল ত্রুটি আমরা সংশোধন করার চেষ্টা করছি। কদিন আগে একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান বলেছে যে, বর্তমান অবস্থা চলতে থাকলে সাউথ আফ্রিকা, ব্রাজিল, মেক্সিকো, তুরস্কসহ বেশ কয়েকটি দেশ অর্থনৈতিকভাবে আর স্বয়ংসম্পূর্ণ থাকতে পারবে না এবং দেউলিয়া হয়ে যাবে। সেখানে বাংলাদেশের নাম নেই।’
তিনি আরও বলেন, ‘কিন্তু কিছু বিশেষজ্ঞের কথা এবং পত্রিকার রিপোর্ট যদি দেখেন তাহলে মনে হবে, এই বুঝি সব গেল! এগুলো কিন্তু বিভ্রান্তি এবং গুজব ছড়ানোর শামিল। এসবের বিরুদ্ধে সাংবাদিকদের কলম ধরতে হবে, যাতে সঠিক চিত্রটি মানুষের সামনে তুলে ধরা যায়।’
যারা নিয়মতান্ত্রিক আন্দোলন করছে সরকার কখনোই তাদের বাধা দেয়নি উল্লেখ করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘কিন্তু যারা আন্দোলনের নামে ভাঙচুর-অগ্নিসংযোগ, অগ্নি বোমা, জনগণের শান্তি বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। ন্যায় প্রতিষ্ঠা করতে হলে অন্যায়ের প্রতিকার করতে হবে, বিচার করতে হবে। ন্যায় প্রতিষ্ঠা করার জন্য বঙ্গবন্ধু হত্যার বিচার, যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছে। যারা পেট্রলবোমা নিক্ষেপ করেছে, নিক্ষেপের নির্দেশ দিয়েছে তাদের দ্রুত বিচার নিশ্চিত করার মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা করা হবে।’
আলোচনা সভায় উপস্থিত ছিলেন—প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বিএফইউজের সভাপতি ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ প্রমুখ।
পৃথিবীর কোনো সরকারই নির্ভুলভাবে দেশ চালাতে পারেনি বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘কিন্তু সেটিকে বড় করে দেখিয়ে, আজকের যুগের প্রেক্ষাপটে বিশ্ব পরিস্থিতিকে আড়াল করে শুধু দেশের পরিস্থিতি তুলে ধরে মানুষকে বিভ্রান্ত করতে কিছু মিডিয়া হাউস এক হয়েছে।’
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জাতীয় শোক দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম আয়োজিত আলোচনা সভায় তথ্যমন্ত্রী এ কথা বলেন।
দেশের বর্তমান প্রেক্ষাপট প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি বলবো না আমরা একেবারে নির্ভুলভাবে দেশ পরিচালনা করছি। পৃথিবীর কোনো সরকার কখনোই নির্ভুলভাবে দেশ পরিচালনা করতে পারেনি। এখনো কেউ পারে না, ভবিষ্যতেও পারবে না। আমাদের অবশ্যই ভুল ত্রুটি আছে। কিন্তু সেটিকে বড় করে দেখিয়ে, আজকের যুগের প্রেক্ষাপটে বিশ্ব পরিস্থিতিকে আড়াল করে শুধু দেশের পরিস্থিতি তুলে ধরে মানুষকে বিভ্রান্ত করতে কিছু মিডিয়া হাউস এক হয়েছে।’ এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য মুক্তিযুদ্ধের সপক্ষের সাংবাদিক ফোরামকে আহ্বান জানান ড. হাছান মাহমুদ।
বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা একটি মানবতাবিরোধী অপরাধ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘এ হত্যাকাণ্ডের অন্যতম কুশীলব ছিলেন জিয়াউর রহমান। ১৯১৫ সালের ১৫ আগস্ট মানবতাকে ভুলুণ্ঠিত করে যেভাবে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল, নারী ও শিশুকে হত্যা করা হয়েছিল সেটি ছিল মানবতাবিরোধী অপরাধ। এবং এই অপরাধ যারা সংগঠিত করেছিল তাদের অন্যতম কুশীলব ছিল খন্দকার মোশতাক তো বটেই, তার সঙ্গে জিয়াউর রহমান। খালেদা জিয়া তার জন্মদিন বদলে দিয়ে ১৫ আগস্ট জন্মদিন পালনের মধ্য দিয়ে স্বীকার করে নিয়েছে তার স্বামী বঙ্গবন্ধুর হত্যার অন্যতম কুশীলব।’
বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের অর্থনৈতিক অবস্থা এখনো অনেক দেশের তুলনায় ভালো দাবি করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের ভুল ত্রুটি আমরা সংশোধন করার চেষ্টা করছি। কদিন আগে একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান বলেছে যে, বর্তমান অবস্থা চলতে থাকলে সাউথ আফ্রিকা, ব্রাজিল, মেক্সিকো, তুরস্কসহ বেশ কয়েকটি দেশ অর্থনৈতিকভাবে আর স্বয়ংসম্পূর্ণ থাকতে পারবে না এবং দেউলিয়া হয়ে যাবে। সেখানে বাংলাদেশের নাম নেই।’
তিনি আরও বলেন, ‘কিন্তু কিছু বিশেষজ্ঞের কথা এবং পত্রিকার রিপোর্ট যদি দেখেন তাহলে মনে হবে, এই বুঝি সব গেল! এগুলো কিন্তু বিভ্রান্তি এবং গুজব ছড়ানোর শামিল। এসবের বিরুদ্ধে সাংবাদিকদের কলম ধরতে হবে, যাতে সঠিক চিত্রটি মানুষের সামনে তুলে ধরা যায়।’
যারা নিয়মতান্ত্রিক আন্দোলন করছে সরকার কখনোই তাদের বাধা দেয়নি উল্লেখ করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘কিন্তু যারা আন্দোলনের নামে ভাঙচুর-অগ্নিসংযোগ, অগ্নি বোমা, জনগণের শান্তি বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। ন্যায় প্রতিষ্ঠা করতে হলে অন্যায়ের প্রতিকার করতে হবে, বিচার করতে হবে। ন্যায় প্রতিষ্ঠা করার জন্য বঙ্গবন্ধু হত্যার বিচার, যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছে। যারা পেট্রলবোমা নিক্ষেপ করেছে, নিক্ষেপের নির্দেশ দিয়েছে তাদের দ্রুত বিচার নিশ্চিত করার মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা করা হবে।’
আলোচনা সভায় উপস্থিত ছিলেন—প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বিএফইউজের সভাপতি ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ প্রমুখ।
কৃষি ব্যাংকের খুলনার পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে কয়েক লাখ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। শুক্রবার রাতে বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা
১ ঘণ্টা আগেসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে কোটি কোটি টাকার পাথর লুটপাটের ঘটনায় ১৫০০ থেকে ২০০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। সাদাপাথরে লুটে আলোচনা-সমালোচনার সপ্তাহখানেক পর শুক্রবার বিকেলে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) মহাপরিচালক মো. আনোয়ারুল হাবীর বাদী হয়ে এই মামল
২ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলী বিওপি এলাকার আলীমনগর ঘাট থেকে এক যুবককে মাদকসহ আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসী পাল্টাপাল্টি দাবি করেছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার রামচন্দ্রপুর হাটের কোথালীপাড়া এলাকায় চারজন বিজিবি সদস্য রামচন্দ্রপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে সাজিদ আহমেদ টুটুলকে (৩০) আটক করে
৩ ঘণ্টা আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ আটকাতে গভীর ষড়যন্ত্র চলছে দাবি করে পৃথক দুটি সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এ সময় তাঁরা আগামী একনেক সভায় প্রকল্প অনুমোদন না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন। শুক্রবার বেলা ১১টার দিকে...
৪ ঘণ্টা আগে